'দেড় বছরে অনেক নতুন বন্ধু ওঁর জীবনে এসেছে, তাই এই পরিণতি', প্রতিক্রিয়া শোভন-পত্নী রত্নার
Last Updated:
#কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগে মুখ খুললেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায়৷ বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁদের ৷ স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রত্না ৷ শোভনের জীবেন বৈশাখীর ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন তিনি ৷ স্পষ্ট জানিয়ে দিলেন যে শোভন চট্টোপাধ্যায়ের কাছে আপনজনদের গুরুত্ব হারিয়েছে ৷ এখন তাঁর জীবনে যারা নতুন এসেছেন তাঁদের নিয়েই ব্যস্ত রয়েছেন শোভন৷ গত দেড় বছর ধরে এমনই হাল তাঁর ৷ এর ফলে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ভাবে নিজের স্ত্রীকে যে অবহেলা ও অপমান করেছেন শোভন, তাও জানালেন রত্না ৷ নিজে কী করছেন, কেন করছেন, তাও শোভনকে ভাবতে অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী ৷
পুরনো সাথীদের ছেড়ে নতুন বন্ধুত্বের ওপর জোর দেওয়ার পরিণতি এটা, বলছেন রত্না ৷ রত্না বলছেন, 'ওঁর ধারণা, আমি ওঁর ক্ষতি করেছি ৷ ওঁর এখন কঠিন সময় ৷ একটা ঘরে দরজা বন্ধ করে নিজের সঙ্গে কথা বলুন ৷ গত দেড় বছর ধরে যা করেছেন উনিই ভেবেই দেখুন কী করবেন' ৷ লন্ডন থেকে ফেরার পর আর বাড়িতে দেখা হয়নি, দেখা হয়েছিল কোর্টে ৷ তবে এত কিছুর পরও রত্নাদেবী জানিয়েছেন, তিনি এখনও শোভনকে ভালবাসেন ও সম্মান করেন ৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ও বিশ্বাস ভেঙেছেন তাঁর স্বামী, বলছেন রত্না ৷ তাই এমন দিন দেখতে হল তাঁর স্বামীকে, মানছেন তিনি ৷ ঠিকভাবে কাজ করছেন না, সেই কথাও তিনি শুনেছেন ৷ যেহেতু তাঁর সঙ্গে কোন রকম যোগাযোগ করছেন না এমনকী ফোনে ব্লকও করেছেন তাই অন্যদের মাধ্যমেই বহুবার শোভনকে ঠিকভাবে কাজ করতে অনুরোধ জানিয়েছিলেন ৷ কিন্তু কোন কথাই শোনেননি বলেই আজ এমন দিন দেখতে হল শোভনকে, দাবি স্ত্রীর ৷
advertisement
advertisement
Location :
First Published :
November 20, 2018 8:34 PM IST