'দেড় বছরে অনেক নতুন বন্ধু ওঁর জীবনে এসেছে, তাই এই পরিণতি', প্রতিক্রিয়া শোভন-পত্নী রত্নার

Last Updated:
#কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগে মুখ খুললেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায়৷ বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁদের ৷ স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রত্না ৷ শোভনের জীবেন বৈশাখীর ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন তিনি ৷ স্পষ্ট জানিয়ে দিলেন যে শোভন চট্টোপাধ্যায়ের কাছে আপনজনদের গুরুত্ব হারিয়েছে ৷ এখন তাঁর জীবনে যারা নতুন এসেছেন তাঁদের নিয়েই ব্যস্ত রয়েছেন শোভন৷ গত দেড় বছর ধরে এমনই হাল তাঁর ৷ এর ফলে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ভাবে নিজের স্ত্রীকে যে অবহেলা ও অপমান করেছেন শোভন, তাও জানালেন রত্না ৷ নিজে কী করছেন, কেন করছেন, তাও শোভনকে ভাবতে অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী ৷
পুরনো সাথীদের ছেড়ে নতুন বন্ধুত্বের ওপর জোর দেওয়ার পরিণতি এটা, বলছেন রত্না ৷ রত্না বলছেন, 'ওঁর ধারণা, আমি ওঁর ক্ষতি করেছি ৷ ওঁর এখন কঠিন সময় ৷ একটা ঘরে দরজা বন্ধ করে নিজের সঙ্গে কথা বলুন ৷ গত দেড় বছর ধরে যা করেছেন উনিই ভেবেই দেখুন কী করবেন' ৷ লন্ডন থেকে ফেরার পর আর বাড়িতে দেখা হয়নি, দেখা হয়েছিল কোর্টে ৷ তবে এত কিছুর পরও রত্নাদেবী জানিয়েছেন, তিনি এখনও শোভনকে ভালবাসেন ও সম্মান করেন ৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ও বিশ্বাস ভেঙেছেন তাঁর স্বামী, বলছেন রত্না ৷ তাই এমন দিন দেখতে হল তাঁর স্বামীকে, মানছেন তিনি ৷ ঠিকভাবে কাজ করছেন না, সেই কথাও তিনি শুনেছেন ৷ যেহেতু তাঁর সঙ্গে কোন রকম যোগাযোগ করছেন না এমনকী ফোনে ব্লকও করেছেন তাই অন্যদের মাধ্যমেই বহুবার শোভনকে ঠিকভাবে কাজ করতে অনুরোধ জানিয়েছিলেন ৷ কিন্তু কোন কথাই শোনেননি বলেই আজ এমন দিন দেখতে হল শোভনকে, দাবি স্ত্রীর ৷
advertisement
advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'দেড় বছরে অনেক নতুন বন্ধু ওঁর জীবনে এসেছে, তাই এই পরিণতি', প্রতিক্রিয়া শোভন-পত্নী রত্নার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement