TRENDING:

হঠাৎ ভোররাতে গ্রামে ঢুকে এল 'ওরা'...! সামনে পড়ে গেলেন ৭৩-এর বৃদ্ধ! তারপর যা ঘটল, হাড়হিম ঘটনা!

Last Updated:

West Midnapore News: সামনেই ওড়িশা, সেখান থেকেই বাংলায় প্রবেশ করে...। ফের পশ্চিম মেদিনীপুর জেলায় বড় বিপদ। বাংলা-ওড়িশা সীমানার দাঁতনে ঘটল মর্মান্তিক ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ফের পশ্চিম মেদিনীপুর জেলায় বড় বিপদ। বাংলা-ওড়িশা সীমানার দাঁতনে ঘটল মর্মান্তিক ঘটনা। এবার হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। দলছুট হাতির আক্রমণে মৃত্যু হল বৃদ্ধের। দলমার মুখোমুখি পড়ে বেঘোরে প্রাণ যায় ওই ব্যক্তির।
হঠাৎ ভোররাতে গ্রামে ঢুকে এল 'ওরা'
হঠাৎ ভোররাতে গ্রামে ঢুকে এল 'ওরা'
advertisement

দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বড়া-সহ একাধিক জায়গায় তাণ্ডব চালায় হাতি। তবে ফের দাঁতনে ঘটে এই ভয়াবহ ঘটনা। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে পুলিশ ও বন দফতর দাঁতন থানায় আনলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক এলাকায় তাণ্ডব চালায় এক পাল হাতি। ক্ষতি হয় চাষেরও। তবে এদিন ঘটল মর্মান্তিক ঘটনা।

advertisement

আরও পড়ুন: ২২ জানুয়ারি পর্যন্ত…! ৩ রাজ্য কাঁপাবে দমকা হাওয়া! বৃষ্টিপাতের সতর্কতা ১৬ রাজ্যে, সঙ্গী কুয়াশা হুঁশিয়ারি! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

ঘটনাটি ঘটেছে দাঁতন থানার অন্তর্গত মালপোড়া মহারুই গ্রামে এলাকায়। হাতির হানায় প্রাণ গেল রাম মুর্মূ নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বয়স ৭৩ বছর। বাড়ি দাঁতন থানার অন্তর্গত ললিতাপুর এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবাররাতে ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে ১৪ টি হাতির দল দাঁতন থানার অন্তর্গত মালপোড়া, মোয়ারুই ও পলাশিয়া এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। রবিবার সকালে জঙ্গল থেকে হাতির দলটি বেরোলে তার মাঝখানে পড়ে যায় ওই প্রৌঢ়।

advertisement

View More

আরও পড়ুন: মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিল ছেলে-বৌমা…! হঠাৎ ফোন বাড়িতে, “বাবা আমায় বাঁচাও…!” কেঁপে উঠবেন শুনলেই

তখনই তাঁকে হাতি শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে ওই প্রৌঢ়কে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়রা জানিয়েছে, রবিবার ভোর নাগাদ এই হাতির দলটি প্রবেশ করে গ্রামে। এরপর লাগাতার তাণ্ডব চালায়। বেশ কয়েকজনকে আহত করেছে বলে গ্রামবাসীদের দাবি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে বেলদা, সোনাকোনিয়া এলাকায় হাতির দলটি রয়েছে।

advertisement

সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। হাতিটির উপর নজর রাখা হচ্ছে । হাতির দলটিকে অন্যত্র পাঠানেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দাঁতন থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ ভোররাতে গ্রামে ঢুকে এল 'ওরা'...! সামনে পড়ে গেলেন ৭৩-এর বৃদ্ধ! তারপর যা ঘটল, হাড়হিম ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল