বুধবার সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম। দুপুর গড়াতেই জেলা জুড়ে কালো হয়ে আকাশ। জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় ঝড়বৃষ্টি। জেলার দাঁতন এক, দাঁতন দুই, মোহনপুর, নারায়ণগড় এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রপাতও। বুধবার দুপুরে হরিপুর পঞ্চায়েতের জুনিয়া এলাকায় মাঠে বাদাম তুলতে গিয়েছিলেন রাজকুমার দুয়ারি (৪৫)। তার বাড়ি দাঁতন থানার তুরকা গ্রাম পঞ্চায়েতের নারায়ণচক এলাকায়। তিনি জুনিয়া এলাকায় মাঠে বাদাম তোলার কাজে গিয়েছিলেন এদিন। দুপুরে হঠাৎই কালো মেঘ ছেয়ে যায় আকাশে। বৃষ্টির আগেই বাজ পড়া শুরু হয়। তখনই আহত হন তিনি। মাঠে কাজ করা অন্যান্যরা স্থানীয়রা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: পূর্বপুরুষদের পেশায় সামান্য বদল! আর তাতেই খুলে গেল রোজগারের নতুন দিশা, জানলে অবাক হবেন
ঠিক আগের দিনও মাঠে কাজের সময় বাজ পড়ে মৃত্যু হয় এক যুবকের। মঙ্গলবার বিকেলে দাঁতন দুই ব্লকের হরিপুর পঞ্চায়েতের জলগোদা এলাকার ঘটনা। পুলিশ জানাচ্ছে, মৃত্যু হয়েছে অরূপ দাস (২৫) নামে যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বাবা কালীপদ দাসের সঙ্গে ছেলেও মাঠে বাদাম তোলার কাজে গিয়েছিলেন। মাঠে বাদাম তোলার কাজ চলছিল। অনেকেই মাঠে ছিলেন। বিকেলে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। তখনই বাজ পড়ে। বাবার চোখের সামনে ছেলের মৃত্যু হয়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন, গরমের সময় হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়, বুঝে ওঠার আগেই মেঘের সঞ্চার হয় এবং শুরু হয় ঝড় বৃষ্টি। যদিও দুদিনে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
রঞ্জন চন্দ