জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের এক অখ্যাত গ্রামে সূচনা জানা ও সমাপ্তি জানার জন্ম। দু’জনেই জি এন এম নার্সিং বিষয়ে পড়াশোনা করেছে। একটি বেসরকারি নার্সিংহোমে কাজও করছে তাঁরা। ছোটবেলায় বাবার গানের চর্চা দেখে হাতেখড়ি। নারায়ণগড় ব্লকের ইশবপুর গ্রামের এই যমজ বোনের বাবা-মা দু’জনেই চাকরিজীবী। সম্প্রতি বাবার মৃত্যু হয়েছে। তবে ছোট থেকেই বাবা-মায়ের ব্যস্ততার কারণে একে অপরের পরিপূরক তাঁরা।
advertisement
এক বোন দারুণ গান করে, অন্য বোন তাঁকে তবলায় সঙ্গ দেয়। এভাবেই দু’জনে প্রায় জীবনের ২৩টা বছর কাটিয়ে ফেলেছেন। কোথাও যাওয়ার আগে একে অপরের চুল বেঁধে দেওয়া, ভাল করে সাজিয়ে দেওয়া কিংবা অন্যান্য কাজ করে দেয় তাঁরা। যেকোনও কাজেই দুই বোন একে অপরকে সাহায্য করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোটবেলা থেকেই দু’জনের গান শেখা। একজন গান গায়, অপরজন তবলা বাজায়। তবে বাবার মৃত্যুর পর কিছুটা ছন্দপতন হলেও, একে অপরকে মানসিক সহযোগিতা করে ফের গানবাজনার চর্চা শুরু করেছে। শুধু তাই নয়, দু’জনেই অসাধারণ চিত্রশিল্পীও। গানবাজনার চর্চা, নিজেদের কাজ, ঘরের নানা কাজের পাশাপাশি তাঁরা রঙ-তুলি নিয়ে বসে পড়ে। ক্যানভাস কিংবা সাদা কাগজে ফুটিয়ে তোলেন নানা ছবি।





