পশ্চিম মেদিনীপুর জেলার রঙ্গামাটি গ্রামের ট্রাক ও ডাম্পার মালিকেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দাসপুরের খুকুড়দহ ব্রিজ ও মেদিনীপুরের মোহনপুর ব্রিজে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ট্রাক ও ডাম্পারগুলি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফলে ট্রাক মালিকেরা ভাড়া পাচ্ছেন না। এদিকে ফাইন্যান্সের লোকজন প্রতি মাসে বাড়িতে আসছেন। গ্রামে ফাইন্যান্সের লোকজন আসলেই গাড়ির মালিকেরা গ্রাম থেকে অন্যত্র চলে যাচ্ছেন। গাড়ি না চললে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। দ্রুত সবকিছু স্বাভাবিক হওয়ার আবেদন জানিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ গ্যারেজে রাখা গাড়িতে হঠাৎ আগুন! দাউ দাউ করে জ্বলল চারচাকা, মেদিনীপুরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড
এই সমস্যার কারণে অচেনা কেউ গ্রামে আসলেই গ্রামের পুরুষেরা বাড়ি থেকে চম্পট দিচ্ছেন। তাঁরা মনে করছেন, ফাইন্যান্সের লোকজন তাঁদের গাড়ি নিয়ে যেতে এসেছে। এই সমস্যার সমাধান না হলে গ্রামের মানুষের জীবন আরও কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
গ্রামবাসীদের আবেদন, দ্রুত ব্রিজগুলি মেরামত করে ভারী যানবাহন যাতায়াত চালু করা হোক, যাতে ট্রাক ও ডাম্পারগুলি চলতে পারে এবং তাঁরা ভাড়া পেতে পারেন। সেই সঙ্গেই ফাইন্যান্সের লোকজনের কাছে অনুরোধ, তাঁরা যেন গ্রামের মানুষের সমস্যার কথা বিবেচনা করে তাঁদের উপর চাপ কমান। এই সমস্যার সমাধান না হলে গ্রামবাসীদের জীবন আরও কঠিন হয়ে যাবে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, বর্তমানে চরম সংকটের মুখোমুখি ট্রাক-ডাম্পার মালিকেরা। সংসারের চাপের পাশাপাশি এহেন অনিশ্চয়তা। এই মানসিক যন্ত্রণায় ঘুম উড়েছে তাঁদের। দ্রুত সবকিছু স্বাভাবিক হোক চাইছেন তাঁরা।





