TRENDING:

West Medinipur News: পিছু ছাড়ছে না বন্যাতঙ্ক...! ফের শিলাবতী ফুলেফেঁপে উঠতেই রাতের ঘুম উড়ছে বাসিন্দাদের, দেখুন কী পরিস্থিতি

Last Updated:

West Medinipur News: ফের বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। জেলাজুড়ে লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে নদীতে। এখনও কানায় কানায় পূর্ণ শিলাবতী নদী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: দিন কয়েক আগে প্রবল বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে হঠাৎই জল বাড়ে শিলাবতী নদীতে। শিলাবতী নদীতে জল বাড়ার কারণে চন্দ্রকোনার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের একাধিক এলাকা বন্যা প্লাবিত হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হওয়ায় জল নেমেছে এলাকা থেকে। এখনও টইটুম্বুর অবস্থা শিলাবতীর। তবে দিন কয়েক ধরেই লাগাতার বৃষ্টির ফলে ফের ভয় বাড়ছে নদী তীরের মানুষের। দিন কয়েক আগে একাধিক নদীর দুর্বল বাঁধ ভেঙে বিপত্তি ঘটে। ফের প্রবল বৃষ্টির কারণে নদীতে জল বাড়ায় সেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
advertisement

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শিলাবতী নদী। দিন কয়েক আগে হড়পা বানের কারণে নদীর জল হঠাৎই বেড়ে যায়। বিভিন্ন দুর্বল নদী বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় একাধিক এলাকা। নদীর উপর থাকা একাধিক অস্থায়ী সাঁকো ভেঙে যায়। স্বাভাবিকভাবে নদীর দু’পাড়ের মানুষের যাতায়াত কার্যত বন্ধ। শহর এলাকার অথবা হাসপাতাল বা মূল বাজারে যেতে গেলে ঘুর পথে যেতে হচ্ছে। একদিকে রয়েছে একাধিক গ্রাম অন্যদিকে মূল বাজার, হাসপাতাল। নয়ত ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। তবে ফের বিপদের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: মুখোশের মিউজিয়াম…! যেমন তেমন নয়, হারিয়ে যাওয়া সব মিলবে এক জায়গায়, নজির গড়লেন এই মানুষটি

দিন কয়েক ধরে টানা বৃষ্টিতে নদীতে জল বাড়ছে। বুক দুরু দুরু অবস্থা সাধারণ মানুষের। আবারও শিলাবতী নদীর পাড় কিংবা দুর্বল নদী বাঁধ ভেঙ্গে বিপদের আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অবস্থান যার জেরে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শিলাবতী, কানা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকার মানুষজন আবারও বন্যার আশঙ্কা করছেন। ইতিমধ্যে বন্যাতেই একাধিক বাঁধ ভেঙেছে। জলের স্রোতে ভেসে গেছে চলাচলের রাস্তা, হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ফের বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। জেলাজুড়ে লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে নদীতে। এখনও কানায় কানায় পূর্ণ শিলাবতী নদী। স্বাভাবিকভাবে আগামীতে ফের বন্যা ও বিপদের আশঙ্কায় সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পিছু ছাড়ছে না বন্যাতঙ্ক...! ফের শিলাবতী ফুলেফেঁপে উঠতেই রাতের ঘুম উড়ছে বাসিন্দাদের, দেখুন কী পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল