পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শিলাবতী নদী। দিন কয়েক আগে হড়পা বানের কারণে নদীর জল হঠাৎই বেড়ে যায়। বিভিন্ন দুর্বল নদী বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় একাধিক এলাকা। নদীর উপর থাকা একাধিক অস্থায়ী সাঁকো ভেঙে যায়। স্বাভাবিকভাবে নদীর দু’পাড়ের মানুষের যাতায়াত কার্যত বন্ধ। শহর এলাকার অথবা হাসপাতাল বা মূল বাজারে যেতে গেলে ঘুর পথে যেতে হচ্ছে। একদিকে রয়েছে একাধিক গ্রাম অন্যদিকে মূল বাজার, হাসপাতাল। নয়ত ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। তবে ফের বিপদের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: মুখোশের মিউজিয়াম…! যেমন তেমন নয়, হারিয়ে যাওয়া সব মিলবে এক জায়গায়, নজির গড়লেন এই মানুষটি
দিন কয়েক ধরে টানা বৃষ্টিতে নদীতে জল বাড়ছে। বুক দুরু দুরু অবস্থা সাধারণ মানুষের। আবারও শিলাবতী নদীর পাড় কিংবা দুর্বল নদী বাঁধ ভেঙ্গে বিপদের আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অবস্থান যার জেরে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শিলাবতী, কানা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকার মানুষজন আবারও বন্যার আশঙ্কা করছেন। ইতিমধ্যে বন্যাতেই একাধিক বাঁধ ভেঙেছে। জলের স্রোতে ভেসে গেছে চলাচলের রাস্তা, হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফের বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। জেলাজুড়ে লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে নদীতে। এখনও কানায় কানায় পূর্ণ শিলাবতী নদী। স্বাভাবিকভাবে আগামীতে ফের বন্যা ও বিপদের আশঙ্কায় সকলে।
রঞ্জন চন্দ