সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চললেও সচেতনতার অভাবে প্রায়ই ঘটে পথ দুর্ঘটনার ঘটনা। তাই এবার বলা চলে সিরিয়াস মুডে পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুলতান নগর -গোপিগঞ্জ রাজ্য সড়কের ধারে এই বর্ষায় আগাছায় ভরে উঠেছে। যার কারণে প্রতিনিয়ত রাজ্য সড়কে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে এবার হাতে ধারাল অস্ত্র নিয়ে খাঁকি পোশাক পরে রাস্তায় নামল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দাসপুর পুলিশের ব্যবস্থাপনায় রাজ্য সড়কের ধারে থাকা আগাছা পরিষ্কার করা হল।
advertisement
আরও পড়ুন: ভাবা যায়…! ২০২৫-এ দাঁড়িয়েও হাসপাতালে রোগী পৌঁছতে ভরসা ডুলি! বাংলার এই দৃশ্য অবাক করছে সকলকে
পশ্চিম মেদিনীপুরে রাজ্য সড়কে যাতায়াতের সময় রাজ্য সড়কের ধারে আগাছায় ভরে ওঠার কারণে যানবাহন চলাচল পাশাপাশি রাজ্য সড়কে চলাচল করতেও অসুবিধার মধ্যে পড়তে হত এলাকার মানুষজনকে। আগাছার জন্য রাস্তা দেখতে না পেরে প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা। এবার অভিনব কায়দায় দুর্ঘটনা এড়াতে পথে নামল পুলিশ। একাধিক পুলিশ আধিকারিকেরা হাতে ধারাল অস্ত্র নিয়ে রাজ্য সড়কের ধারে থাকা আগাছা পরিষ্কার করল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় ও পথ চলতি মানুষদের দাবি, “রাজ্য সড়কের পাশে বসবাসকারী মানুষজন ও বিভিন্ন যানবাহন মালিক সংগঠনের যে কাজ করার দরকার ছিল সে কাজ আজ করে দেখাচ্ছে দাসপুর পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। রাজ্য সড়কের ধারে এই আগাছা পরিষ্কার যেমন সুন্দর হবে রাস্তা বজায় থাকবে পরিচ্ছন্নতা ঠিক তেমনই আগামীতে অনেকটাই পথ দুর্ঘটনা কমবে বলে মনে করছেন অনেকেই।
মিজানুর রহমান