দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এলাকায় অবাধে চলছে চোলাই মদের ব্যবসা। এর ফলে গ্রামে অশান্তির বাতাবরণ লেগেই থাকে। চোলাই মদে আসক্ত হয়ে পড়ছেন এলাকার অল্পবয়সী যুবকেরা। সন্ধ্যা নামলেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। স্কুল, কলেজ ও টিউশন থেকে ফেরার পথে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা।
আরও পড়ুনঃ সাহায্য মেলেনি, স্ত্রীর দেহ কাঁধে স্টেশনে ঘুরছেন স্বামী! রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
advertisement
গ্রামের মহিলাদের অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই তাঁরা নিজেরাই ঝাঁটা ও লাঠি নিয়ে অভিযানে নেমে পড়েছেন। এলাকায় চোলাই উচ্ছেদের লক্ষ্যে চোলাই কারবারিদের বাড়ি গিয়ে মদ খুঁজে বের করে নষ্ট করেন তাঁরা।
গ্রামের মহিলাদের এই অভিযানে উদ্ধার হয় বেশ কয়েক লিটার চোলাই মদ। সেই মদ নষ্ট করে দেন মহিলারা। অভিযান শেষে চোলাই কারবার বন্ধ করতে গ্রামের রাস্তায় বিক্ষোভও দেখান তাঁরা।