জানা যায়, সরবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝগেড়িয়া পশ্চিমপাড়ায় দীর্ঘ ৬০০ মিটার গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই রাস্তা দিয়ে যাতায়াত কার্যত অযোগ্য। বারবার রাস্তা মেরামতের আর্জি নিয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন গ্রামের অসহায় লোকজন। কিন্তু সাড়া মেলেনি প্রশাসনের। কেবল মিলেছে আশ্বাস। কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে বিক্ষোভ।
advertisement
বিক্ষোভকারী এক গ্রামবাসীর অভিযোগ, দুর্গাপুজোর জন্যে রাজ্যের পুজো কমিটিগুলোকে ১ লক্ষ ১০ হাজার করে দেওয়া হচ্ছে। অথচ গ্রামের এই রাস্তা মেরামত হচ্ছে না। সরকারের কাছে গ্রামবাসীদের আদেবন, গ্রামের মেয়ে, বউদের লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, রাস্তাটা করে দিন।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, পাড়ায় সমাধানে বিষয়টি জানানো হয়েছে। পথশ্রী প্রকল্পেও দেওয়া হয়েছে। পথশ্রী ঠেকে মাপ নেওয়া হয়েছে। টাকা এলে কাজ হবে।