পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আসানপুর বিদ্যাসাগর এসএসকে স্কুলে পঠন-পাঠন নিয়ে এবং স্কুলের ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী। গ্রামবাসীর অভিযোগ স্কুলের দিদিমনি ঠিক মতো পড়াশোনা করান না। ঠিক মতো স্কুলে আসেন না। অফিসিয়াল মিটিং এবং বিভিন্ন কাজে বাইরেই থাকেন।
advertisement
বর্তমানে স্কুলটি চালানোর জন্য দিদিমণি উমারানী জানা নিজের বেতন থেকে বেতন দিয়ে রেখেছেন শিক্ষক। সেই শিক্ষক নিজে দশম শ্রেণির একজন পড়ুয়া। সেই পড়ুয়াই স্কুলটি চালনা করছে। স্কুলে পঠন-পাঠানোর জন্য নেই পর্যাপ্ত পরিমাণের লাইটের ব্যবস্থাও। বর্তমানে স্কুলে হাজিরার সংখ্যা ১০ থেকে ১৫ জন। যেই দিদিমনি আছেন তিনিও আর ৩ মাস কাজ করবেন। তারপর অবসর। তাহলে স্কুলের কী হবে? সেই প্রশ্নই তুলছে এলাকাবাসী।
ওই একটি মাত্র দিদিমণি চলে গেলে কী হবে স্কুলের ভবিষ্যৎ। আদিবাসী অধ্যুষিত এলাকার এই স্কুল কী তাহলে বন্ধের পথে? যদিও এই বিষয়ে দফতরের কেউ মুখ খুলতে চাইছেন না। তবে সূত্রের খবর, ২০১৩ সাল থেকে এই ধরনের স্কুলগুলির ক্ষেত্রে নিয়োগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই থেকেই এই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। স্কুলের ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন!