তাঁকে দেখলে মনে হবে শরীরে যেন একটাও হাড় নেই! যেকোনওভাবে নিজের শরীরকে বাঁকিয়ে ফেলতে পারে। তার জোরেই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতার মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ছোট্ট মেয়ে সনম। নিজের জেদ, পরিবারের সহযোগিতা ও নিজের অসাধারণ কৃতিত্বে মিলল আন্তর্জাতিক খ্যাতি।
advertisement
গত বছরের শেষ সপ্তাহে দিল্লির গাজিয়াবাদে আয়োজিত ওয়ার্ল্ড যোগা কাপ ২০২৫-এ অংশগ্রহণ করেছিল সনম। সেখানেই জুনিয়র বিভাগে সোনা জয় করেছে এই ছোট্ট মেয়ে। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার জিতেছে এই কৃতী কন্যা। গত বছর শেষ হওয়ার আগে ফের আসে সাফল্য।
বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে নিজের বিভাগে স্বর্ণপদক জয় করে সনম। চিন, মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, নেপাল সহ একাধিক দেশের প্রতিযোগীকে টেক্কা দিয়ে সোনা জিতেছে জেলার এই কৃতী কন্যা। আন্তর্জাতিক মানের এই মঞ্চে যোগাসন, শারীরিক দক্ষতা ও মানসিক স্থিতির পরীক্ষায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে সনম। ওয়ার্ল্ড যোগা কাপ ২০২৫-এ ভারত ছাড়াও প্রতিযোগী ছিল চিন, থাইল্যান্ড, ভুটান, নেপাল, মায়ানমার, গ্রেট ব্রিটেন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পর্তুগালের মতো দেশ। এই সমস্ত দেশ থেকে প্রায় ২৫০-৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
প্রতিদিন নিজের বাড়িতে অনুশীলন করে ছোট্ট সনম। মা-বাবার পাশাপাশি বাগনানের এক প্রশিক্ষকের কাছেও যোগা শিখেছেন। এবার সেই প্রতিভার জোরে আন্তর্জাতিক মঞ্চে মিলল সম্মান। জুনিয়র বিভাগে অসামান্য কৃতিত্ব দেখিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বাসিন্দা সনম খাতুন প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করে। একই বিভাগে নিলাসা দাস দ্বিতীয় হয়ে রৌপ্যপদক এবং সৃজা দাস তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। অন্যদিকে সাব-জুনিয়র বিভাগে সাকসিনী মাইতি দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক জিতে নেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আন্তর্জাতিক স্তরে এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পিংলা তথা পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এক বড় গর্বের মুহূর্ত। পড়াশোনার পাশাপাশি যোগাভ্যাসেও দক্ষ সনম সহ অন্যরা। তাঁদের সাফল্যে গর্বিত সকলে।





