হাওড়াগামী রানী শিরোমণি এক্সপ্রেস ট্রেন থেকে শুক্রবার উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেনটি ঢোকার পর ট্রেনের যাত্রীরাই আরপিএফকে খবর দেয় যে কামরার মধ্যে এক ব্যক্তি সিটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়েই তড়িঘড়ি ওই কামরায় পৌঁছয় আরপিএফ ও জিআরপি কর্মীরা। তারা এসে ওই ব্যক্তিকে নামান। পরে মেডিক্যাল টিম এসে পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
advertisement
আরও পড়ুন: দামোদরের চরে ‘গুপ্তধন’ নয়, বালি খুঁড়তেই বেরিয়ে এল মদের পাহাড়! চক্ষু চড়কগাছ প্রশাসনের
যাত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর মৃতদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মাল্লাপ্পা। তিনি কর্নাটকের ইয়াদগীর জেলার বাসিন্দা। ওই ব্যক্তির কাছে থাকা আধার কার্ড দেখেই তার নাম পরিচয় জানা গেছে। ঘটনার পর রেলের তরফে মৃত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। রেলের তরফে তাদের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারের খোঁজ পেলে দেহে তাদের হাতে তুলে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাত্রীদের অনেকেই মাত্রারিক্ত ঠান্ডার কারণে ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হলেও মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের পরেই তা পরিষ্কার হবে।
