TRENDING:

অসুস্থ বৃদ্ধা, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল! ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে আক্রমণ বিজেপি বিধায়কের

Last Updated:

West Medinipur News: ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ দড়ির খাটিয়া করে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গ্রামের রাস্তার বেহাল দশা। দাসপুর-১ ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা গ্রাম এবার তুলে ধরল গ্রামের পথ সমস্যার করুণ বাস্তব চিত্র।
খাটিয়া করে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে
খাটিয়া করে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে
advertisement

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমানা গ্রামে স্কুলমুখী রাস্তা ও প্রধান সংযোগপথ একেবারেই অচল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার মরশুমে রাস্তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, সেখানে গাড়ি দূরের কথা, হেঁটে যেতেও সমস্যা হয়। এই পরিস্থিতিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।

আরও পড়ুনঃ জল পান করতে করতেই বাস চালাচ্ছিলেন চালক! নিয়ন্ত্রণ হারাতেই লরির পিছনে ধাক্কা! সাতসকালেই ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত বহু

advertisement

সেখানে দেখা যাচ্ছে, গ্রামের এক বৃদ্ধা বিমলা মাইতি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে দড়ি বাঁধা খাটিয়ায় বসিয়ে দোলনার মতো করে গ্রাম থেকে বের করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাল্টা রাস্তা বেহাল নিয়ে সাফাই দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অসুস্থ বৃদ্ধা, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল! ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে আক্রমণ বিজেপি বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল