জল পান করতে করতেই বাস চালাচ্ছিলেন চালক! নিয়ন্ত্রণ হারাতেই লরির পিছনে ধাক্কা! সাতসকালেই ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত বহু
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
সাত সকালে পথ দুর্ঘটনা নদিয়ার শান্তিপুরে। দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা যাত্রী বোঝায় বাসের। ঘটনায় আহত একাধিক বাস যাত্রী।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সাত সকালে পথ দুর্ঘটনা নদিয়ার শান্তিপুরে। দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা যাত্রী বোঝায় বাসের। ঘটনায় আহত একাধিক বাস যাত্রী। দাঁড়িয়ে থাকা লরিতে পেছন থেকে ধাক্কা যাত্রী বোঝায় বেসরকারি লাক্সারি বাসের। বাস যাত্রীদের অভিযোগ, বাসটি কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল তখনই বাসের ড্রাইভার জল পান করছিলেন, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে পিছন দিক থেকে ধাক্কা মারে।
ঘটনা নদিয়ার শান্তিপুর বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের বিএড কলেজের কাছে। এই পথ দুর্ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী। বেশ কিছু যাত্রীদের নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কারও মাথা ফেটে গেছে, কারও নাক ফেটে গেছে, এরকমভাবে বাসে থাকা প্রত্যেক যাত্রী আহত হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই গুরুতর আহত ব্যক্তিকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করেছে শান্তিপুর হাসপাতাল।
advertisement
advertisement
অপরদিকে বেশ কিছু যাত্রী নদিয়ার কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য গেছে বলে সূত্রের খবর। যদিও ঘটনার পরেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক বাস এবং লরিটিকে আটক করছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। একাধিক জায়গায় পুলিশ প্রশাসন রাস্তায় গতি ক্যামেরা লাগালেও বেশ কিছু অসতর্ক চালকেরা মানছেন না ট্রাফিক আইন কানুন। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 10:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল পান করতে করতেই বাস চালাচ্ছিলেন চালক! নিয়ন্ত্রণ হারাতেই লরির পিছনে ধাক্কা! সাতসকালেই ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত বহু