TRENDING:

সতর্ক করা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই! ঘটল সেই অঘটন, মাঝরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান সৌমেন খান

Last Updated:

Mud House Collapses: স্থানীয়রা কাউন্সিলরের সহযোগিতায় দু'জনকেই উদ্ধার করে ভর্তি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতে হাসপাতালে এসে খোঁজ খবর নেন পুরপ্রধান সৌমেন খান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: টানা বৃষ্টিতে ধসে পড়ল মাটির বাড়ি। ধ্বংসাবশেষে চাপা পড়ে আহত দুই মহিলা। মেদিনীপুর পৌরসভা এলাকায় মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী মহিলা। আহতদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী মহিলা
মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী মহিলা
advertisement

আরও পড়ুনঃ মাটির নয়, ১৫ ফুট উঁচু ও ২২ ফুট চওড়া শোলার দুর্গা! অনন্য প্রতিমা কোথায় তৈরি হচ্ছে জানেন? দেখলে চোখ দাঁড়িয়ে যাবে

গত কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে শহর ও শহর লাগোয়া এলাকায়। বৃষ্টির ফলে মাটির বাড়িগুলি আগে থেকেই বিপজ্জনক অবস্থায় ছিল। জানা যায়, শুক্রবার রাতে মেদিনীপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের বেনেপুকুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন দুই মহিলা। বাড়ির দেওয়াল ধসে পড়ে তাঁদের উপর। চাপা পড়ে গুরুতর আহত হন দু’জনই।

advertisement

স্থানীয়রা কাউন্সিলরের সহযোগিতায় দু’জনকেই উদ্ধার করে ভর্তি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতে হাসপাতালে এসে খোঁজ খবর নেন পুরপ্রধান সৌমেন খান।

আরও পড়ুনঃ  পুকুরে ত্রিপলে মোড়া কী যেন ভাসছে! কাছে যেতেই বুক কেঁপে উঠল সকলের, একরত্তির এমন নৃশংস পরিণতি করল কে?

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ
আরও দেখুন

প্রসঙ্গত, গত ২২ অগাস্ট মেদিনীপুর পুরসভার এই ৮ নং ওয়ার্ড এলাকায় বিপজ্জনক মাটির বাড়িতে আদিবাসী পরিবারের ঝুঁকি নিয়ে বসবাসের খবর করে পৌরসভাকে সতর্ক করেছিল নিউজ 18 বাংলা। তারই ১৫ দিনের মধ্যে ঘটল এই ঘটনা। যদিও পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, ওই এলাকায় যে সমস্ত বিপজ্জনক মাটির বাড়ি রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে বসবাসের উপযোগী বাড়ি তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাঁদের পাশে সর্বত ভাবে আছে পৌরসভা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সতর্ক করা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই! ঘটল সেই অঘটন, মাঝরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান সৌমেন খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল