TRENDING:

West Medinipur News: বিদ্যাসাগরকে চেনেন, তবে কী নামে সই করতেন জানেন?

Last Updated:

West Medinipur News: জন্মদিনে সারা জেলার পাশাপাশি রাজ্যজুড়ে পালন হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিবস। তবে জানেন বিদ্যাসাগর নিজের সই কী নামে করতেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলা সাহিত্যের এক প্রবাদপ্রতিম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে বিদ্যাসাগরের পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রবাদপ্রতিম প্রাণপুরুষ। বিধবা বিবাহের প্রচলন, বাল্যবিবাহ রোধ থেকে বর্ণপরিচয়ের স্রষ্টা করেছেন পণ্ডিত বিদ্যাসাগর। জন্মদিনে সারা জেলার পাশাপাশি রাজ্যজুড়ে পালন হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিবস। তবে জানেন বিদ্যাসাগর নিজের সই কী নামে করতেন?
advertisement

প্রবাদপ্রতিম প্রাণপুরুষ তথা মেদিনীপুরের বীর সন্তান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের নাম ঈশ্বরচন্দ্র এবং তার পদবী বন্দ্যোপাধ্যায়। তবে বিদ্যাসাগর নিজের নামের সঙ্গে বন্দ্যোপাধ্যায় নয়, সই করতেন এই উপপদ ব্যবহার করে। তবে কী এই উপপদ? বিদ্যাসাগর বিভিন্ন চিঠি লেখা হোক বা বিভিন্ন ক্ষেত্রে নিজের নাম স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা অথবা ঈশ্বরচন্দ্র শর্মনঃ নামে। কেন এই নাম ও পদ ব্যবহার করতেন বিদ্যাসাগর? জানেন? ১৮২০ সালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর কোল আলো করে জন্ম নেন বিদ্যাসাগর। অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে সংস্কৃত কলেজে তরফে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। তবে তিনি প্রায় সব ক্ষেত্রেই নিজের সই করতেন শর্মা উপপদ ব্যবহার করে।

advertisement

আরও পড়ুন: পুজোর সময়ই এ কী ঘটল রাজন্যা হালদারের বাড়িতে! বাড়িতে ঢুকেই মাথায় হাত, তুললেন ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগ

বিদ্যাসাগর গবেষকদের মতে, বহু প্রাচীন সময় থেকেই পাণ্ডিত্যের প্রকাশ পায় তার এই শর্মা উপাধি বা উপপদ ব্যবহার করে। উচ্চবর্ণীয় পণ্ডিত ব্যক্তিরাই শুধুমাত্র এই শর্মা বা সংস্কৃত শব্দ শর্মনঃ ব্যবহার করতেন। নিজের পান্ডিত্যের উপমা হিসেবেই বিদ্যাসাগর তার স্বাক্ষরী নিজের পদবীর পরিবর্তে শর্মা অথবা বেশ কিছু জায়গায় শর্মনঃ ব্যবহার করেছেন।

advertisement

View More

বর্ণপরিচয় কিংবা বিদ্যাসাগরের লেখা নানান ঘটনাবলী সবাই পড়েছেন। তবে তার স্বাক্ষর অবাক করেছে সকলকে। সারা রাজ্য জুড়ে শুক্রবার পালিত হচ্ছে বিদ্যাসাগরের জন্ম দিবস।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বিদ্যাসাগরকে চেনেন, তবে কী নামে সই করতেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল