TRENDING:

West Medinipur News: 'লক্ষ্মী এল ঘরে', দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দে যা করল পরিবার, অনন্য ঘটনার সাক্ষী রইল বেলদা

Last Updated:

West Medinipur News: বাড়িতে অপর এক কন্যা সন্তানের জন্ম হওয়াতে খুশির হাওয়া। আর তাকেই স্বাগত জানাতে এই অভিনব ভাবনা। পরিবারের এমন আয়োজনে খুশি সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: হঠাৎই হাসপাতালের সামনে হাজির ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট গাড়ি। হাসপাতালে কি কারও বিয়ে হচ্ছে? না! তা একদমই নয়। বাড়িতে হয়েছে দ্বিতীয় কন্যা সন্তান। আর সেই আনন্দে পরিবারের লোকজন সদ্যোজাত-সহ সন্তানপ্রসবা মা’কে স্বাগত জানাতে ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে হাজির হল হাসপাতালে। এক অনন্য ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের বেলদা। বাড়িতে কন্যা সন্তান হওয়াতে এমন এক অভিনব আয়োজনে খুশি সকলে।
advertisement

যখন সমাজে মেয়েদের উপর নানান আঘাত নেমে আসে কিংবা মেয়েদের খারাপ চোখে দেখা হয় তখনই বাড়িতে কন্যা সন্তান হওয়ায় এক অভিনব আয়োজন করল পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা মাইরাজ শাহ এবং নাসিবুন খাতুনের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। স্বাভাবিকভাবে খুশির হাওয়া পরিবারে। বাড়িতে পাঁচ ভাইয়ের মধ্যে এই দ্বিতীয় কন্যা সন্তান হওয়ায় গর্বিত বাবা-মা। তাই গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে তারা এসেছেন হাসপাতালে। বাড়িতেও রয়েছে একাধিক আয়োজন।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! মঙ্গলের দুঃসাহসিক চালে কাঁপবে ত্রিলোক! বৃষ-সহ ৩ রাশির জীবন নরক, আগামী ৪০ দিন সাবধান!

বৃহস্পতিবার সকাল থেকে খুশির হাওয়া পরিবারে। সদ্যোজাত কন্যা সন্তান হয়েছে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। মা এবং সদ্যোজাতকে ছুটি দেওয়ার দিন বৃহস্পতিবার। আর সেই আনন্দে গাড়ি সাজিয়ে তারা এল সদ্যোজাতকে নিতে। প্রসঙ্গত মেয়েরা সমাজে লক্ষ্মী। আজকের দিনে মেয়েরাই বিশ্বকাপে ভারতকে এনে দিয়েছে সম্মান। প্যারা ক্রিকেট থেকে বিশ্বকাপ ক্রিকেটে মেয়েরাও ছেলেদের মত সমানতালে এগিয়ে। একইভাবে গবেষণা থেকে পড়াশুনাতেও এগিয়ে রয়েছে মেয়েরা।

advertisement

View More

আরও পড়ুন-আগামী ৩৯ দিন আরও ভয়ঙ্কর…! মঙ্গলের দুরন্ত চালে ৫ রাশির জীবন শেষ, বিরাট আর্থিক ক্ষতি, দুর্ঘটনার সম্ভাবনা, পদে পদে চরম বিপদ

সেরা ভিডিও

আরও দেখুন
'লক্ষ্মী এল ঘরে', দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দে যা করল পরিবার, অনন্য ঘটনার সাক্ষী বেলদা
আরও দেখুন

বাড়িতে অপর এক কন্যা সন্তানের জন্ম হওয়াতে খুশির হাওয়া। আর তাকেই স্বাগত জানাতে এই অভিনব ভাবনা। পরিবারের এমন আয়োজনে খুশি সকলে। তাদের চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: 'লক্ষ্মী এল ঘরে', দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দে যা করল পরিবার, অনন্য ঘটনার সাক্ষী রইল বেলদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল