তবে সারা ভারতের বারো জ্যোতির্লিঙ্গ এবং চারধাম ভ্রমণের উদ্দেশ্যে গাড়ি কিংবা বাসে নয়, অথবা কোনও ট্রাভেল এজেন্সির সঙ্গেও নয়, স্কেটিং করতে করতে এগিয়ে চলেছে এই যুবক। লক্ষ্য সারা ভারত ভ্রমন। কখনও ইউটিউব দেখে, কখনও আবার নিজের চেষ্টায় শিখেছে স্কেটিং করা। এরপর পায়ে, হাতে প্লাস্টিক ক্যাপ, সামান্য জামা কাপড়, গেরুয়া ধ্বজা এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে এই যুবক। বিহারের পশ্চিম চম্পারন জেলার সৌরাহা এলাকার যুবক ইন্দ্রজিৎ সাহানি।
advertisement
আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের ‘মাস্টারমুভ’, নিখুঁত চাল দেখে থ আয়োজকরা! আদ্রায় দাবার আসরে কিস্তিমাত খুদে প্রতিযোগীদের
পরিচিত স্কেটার ইন্দ্রজিৎ হিসেবে। আর এই স্কেটিং করেই চলেছে সারা ভারত ভ্রমণের উদ্দেশ্যে। সামান্য ছিপছিপে চেহারা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজের ইচ্ছেতেই চাকা লাগান জুতো কিনে স্কেটিং প্র্যাকটিস করেছে সে। গ্রাম এলাকায় প্র্যাকটিসের পর সাহস নিয়ে সারা ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছে ইন্দ্রজিৎ। রাস্তায় ভয়, বিপদকে উপেক্ষা করে এগিয়ে চলেছে। সহায় সম্বল বলতে সামান্য কিছু পোশাক আশাক এবং কিছু খাবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কখনও মন্দির, কখনও আবার পেট্রোল পাম্পে দিন কাটছে ইন্দ্রজিতের। তবে দীর্ঘ প্রায় ১৬ দিন স্কেটিং করে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পৌঁছেছে এই যুবক। এরপর তার লক্ষ্য ওড়িশার দিকে যাওয়া। তবে যেখানে সবাই ট্রেন, বাস কিংবা পার্সোনাল গাড়িতে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা করে, সেখানে প্রায় এক বছরের টার্গেট নিয়ে এই যুবকের ভাবনা এবং তার কাজ অবাক করেছে। পথে সহযোগিতা করছে সাধারণ মানুষ। একইসঙ্গে বারো জ্যোতির্লিঙ্গ এবং চার ধাম ভ্রমণের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।





