পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। মানুষ যেমন কষ্টে আশ্রয় খোঁজে, তেমনই মা হওয়ার যন্ত্রণায় ছটফট করে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা হনুমান। অর্ধপ্রসব অবস্থায় মৃত সন্তানকে আঁকড়ে অসহ্য ব্যথায় কাতর সে। যেন নির্বাক ভাষায় জানান দিচ্ছিল, ‘আমাকে সাহায্য করুন…’।
advertisement
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বেলাড়ের জগদীশ মণ্ডলের বাড়ির উঠোনে। ধানের কাঁড়ের উপর এসে ধপ করে বসে পড়ে হনুমানটি। গ্রামের মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণভাবে খাবারের সন্ধানে এসেছে। কিন্তু একটু পরেই চোখে পড়ে, প্রসবের প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে সে।
তার সঙ্গীরাও ত্রিপল দিয়ে ঢেকে তাকে সাহায্য করার মরিয়া চেষ্টা করলেও কোনওভাবেই সন্তানের জন্ম সম্পূর্ণ করাতে পারছিল না। আর ততক্ষণে স্পষ্ট হয়ে যায়, অর্ধেক বের হওয়া শিশুটি মৃত।
এই দৃশ্য দেখে চোখে জল আসে গ্রামের মানুষদের। সবাই মিলে ফোন করেন পিংলা প্রাণিসম্পদ দফতরে। সেখান থেকে খবর যায় ডেবরা বন বিভাগের কাছে। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা নাগাদ রেসকিউ টিম ও পশুচিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। এবং হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসে।
