পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত জিরা পাড়া গ্রাম পঞ্চায়েতের একের পর এক অভিনব প্রচেষ্টা সাড়া ফেলেছে গোটা জেলায়। খুব ছোট্ট বাউন্ডারি ঘেরা এই অফিস থাকলেও গ্রাম পঞ্চায়েতের নেওয়া উদ্যোগগুলি বেশ বড়। এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিলকা মুরমু সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব, যে ল্যাবে পরীক্ষা হয় বিভিন্ন নির্মাণ সামগ্রী গুণগতমান। এছাড়াও পঞ্চায়েতের পাশেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেখানে প্রতিদিন চিকিৎসা পরিষেবা নিতে আসা মা এবং শিশুদের কথা ভেবে গ্রাম পঞ্চায়েতের একটি রুমের মধ্যে ব্যবস্থা করা হয়েছে বেবি ফিডিং কর্নার। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণ করে তাকে ব্যবহার করার জন্য বিশেষ ভাবনা অবাক করে তুলেছে গ্রামের মানুষকে। স্বাভাবিকভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এমন এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ ও ভাবনা নজর কেড়েছে গোটা রাজ্যে। একই সঙ্গে এলাকায় রয়েছে চিলড্রেন পার্ক, শিশুদের জন্য পাঠাগার।
advertisement
আরও পড়ুন: চাকরির পিছনে দৌড়ানো নয়! ঘরে বসে এই ফুল চাষ করলেই কেল্লাফতে! মাসে মাসে রোজগার দেখে কে!
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড় থেকে মাত্র আট কিলোমিটার দূরে জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত প্রশাসনের ভাবনা নজর কেড়েছে। সাহায্য করেছে ব্লক প্রশাসন থেকে গড়বেতা পঞ্চায়েত সমিতি। ল্যাবরেটরির মধ্য দিয়ে শুধু এলাকার বাড়িঘর রাস্তাঘাটের নির্মাণ সামগ্রী গুণগতমান পরীক্ষা নয়, পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতেরও নির্মাণ কাজের গুণগতমান পরীক্ষা করতে আসতে হয় এই ল্যাবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে থাকা বেবি ফিটিং কর্নারে যেখানে মায়েরা নিশ্চিন্তে বসে সুরক্ষিতভাবে তার ছোট ছোট শিশুদের স্তন্যপান করাতে পারেন। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসের পাশাপাশি বিভিন্ন স্কুলে স্থাপন করা হয়েছে রেইন ওয়াটার হার্ভেস্টিং। একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নির্মাণ করা হয়েছে চিলড্রেন পার্ক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনেও গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস সেন্টারগুলোতে সোলার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত অফিসে আসা মানুষজনের ভুরিভুরি অভিযোগ থাকে পঞ্চায়েত প্রশাসনের দিকে তখনই জেলারই এক অভিনবত্বের প্রমাণ এই গ্রাম পঞ্চায়েত। গ্রামের মানুষের সহযোগিতা করা এবং মানুষের হয়ে কাজ করার জন্যই এই বিশেষ ভাবনা।
রঞ্জন চন্দ