TRENDING:

যত বন্যা তত টাকা...! শুধু চাতক নয়, বানভাসি বৃষ্টির দিকে তাকিয়ে থাকেন ইনারাও

Last Updated:

বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে এই বাঁশের সাঁকোগুলি ভেঙে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। তখন পারাপারের একমাত্র উপায় হয়ে ওঠে নৌকো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বানভাসি ঘাটাল, চলতি মরশুমে তিনবার বন্যা, এখনও জলবন্দি বহু এলাকা। এবছর বর্ষায় ঘাটাল অঞ্চল এখনও পর্যন্ত তিনবার বন্যাকবলিত হয়েছে। এখনও জলবন্দি বহু এলাকা। বর্ষা এলেই নদীর জল বেড়ে যায়। দাসপুর ও ঘাটালের মধ্য দিয়ে বয়ে চলেছে শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদী। পাশাপাশি রয়েছে একাধিক ছোট-বড় খাল।
advertisement

তবে সব জায়গায় পাকা সেতু না থাকায়, সাধারণ মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। কিন্তু বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে এই বাঁশের সাঁকোগুলি ভেঙে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। তখন পারাপারের একমাত্র উপায় হয়ে ওঠে নৌকা। এই নৌকায় করেই স্কুল-কলেজ, বাজার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনতে হয় সাধারণ মানুষদের। তবে প্রতিটি এলাকায় নৌকা পারাপারের জন্য নির্দিষ্ট মূল্য দিতে হয়।

advertisement

আরও পড়ুন: গৃহশিক্ষিকার অবসর সময়ে চলে এই কাজ…! বাড়িতে বসেই হাতে আসে মোটা টাকা, ট্রাই করে দেখতে পারেন আপনিও

View More

কোথাও কম, কোথাও আবার বেশি। তবে বছরের সবসময় এই নৌকা চলে না—শুধুমাত্র বর্ষার সময় যখন অতিরিক্ত জল হয় এবং বাঁশের সাঁকো ভেঙে পড়ে, তখনই এই নৌকাগুলি চলাচল করে। এই দিনগুলোর অপেক্ষাতেই থাকেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নৌকা মালিকেরা। কারণ, সাঁকো ভেঙে গেলে তখনই তাদের নৌকার প্রয়োজন পড়ে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জল বাড়লে তাই নৌকা মালিকদের মুখে হাসি ফোটে। এই নৌকা চালিয়েই অনেকের সংসার চলে। ঘাটাল ও দাসপুরের একাধিক এলাকায় বছরে এক থেকে দুই মাস চলে এই নৌকার বাণিজ্য। এই এক থেকে দু’মাস নৌকো বাণিজ্য করার জন্য সারা বছরও নৌকাগুলিকে সযত্নে তুলে রাখতে হয়, নৌকোগুলির যথা সময়ে পরিচর্যাও করতে হয়, তবে এই এক থেকে দুই মাসে নৌকা চালিয়ে যা আয় হয় তাতেই খুশি ওরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মিজানুর রহমান

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যত বন্যা তত টাকা...! শুধু চাতক নয়, বানভাসি বৃষ্টির দিকে তাকিয়ে থাকেন ইনারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল