চলতি বছরের বারবার বন্যা নানা প্রতিকূলতা সব কিছু নিয়ে অবশ্যই চিন্তায় ছিলেন পুজো কমিটি, কুমোরটুলির প্রতিমা শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ ঠিকই কিন্তু আজ সবার মুখে হাসি। সবকিছুকে অতিক্রম করে আজ পুজো প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথে। শুধু বাকি লাষ্ট মিনিটের ফিনিশিং টাচ। প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের পথে। থিমে এবছর চমক দিচ্ছেন পাঁচবেড়িয়া সানরাইজ তাদের প্রাক রজত জয়ন্তী বর্ষে। দাসপুরে এবার বিষ্ণুপুরের টেরাকোটার কাজ হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীদের উদ্যোগে দুর্গাপুজোর প্যান্ডেলে অভিনব থিম।
advertisement
আরও পড়ুন: চিকিৎসক দম্পতির হাতে গড়া প্রতিমাতেই হচ্ছে বাড়ির শতবর্ষীয় দুর্গোৎসব, কোথায় জানুন
এবার প্যান্ডেলে থাকছে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। তৈরি হয়ে গেছে তার সবকিছু, এবার শুধু মাটি দিয়ে সেই টেরাকোটার কাজকে ফুটিয়ে তোলার অপেক্ষা। শিল্পীরা তাদের হাতের জাদুতে সেই কাজ সম্পন্ন করলেই চিত্র স্পষ্ট হবে। এখন অবশ্য কাজ শেষ হয়নি তাই ছবিটা একটু অস্পষ্ট। তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কটা দিন। প্রতিবছরের ন্যায় এবছরও তাদের নজর কাড়া থিম সাধারণ মানুষকে উপহার দিতে চলেছেন পাঁচবেড়িয়া সানরাইজ। বিশেষ করে এবছর তারা প্রাক রজত জয়ন্তী বর্ষে। অর্থাৎ ২৪ বছরে পদার্পন করতে চলেছেন। এখন থেকেই মণ্ডপে ভিড় জমাচ্ছে অনেকেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো কমিটি জানাচ্ছে, এই পুজোতে বাজেট প্রায় ২৬-২৭ লক্ষ টাকা। তারা আশাবাদী এবছরেও জনঢল উপচে পড়বে তাদের প্যান্ডেলে। শুরু হয়ে গিয়েছে দেবী পক্ষ, হয়েছে মায়ের চক্ষুদান, মৃন্ময়ীকে চিন্ময়ীতে আবাহনের মাধ্যমে ঢাকের বাদ্যি আরও জোরাল হবে। প্রবাসীরা বাড়ি ফিরবেন। তাই আর মাত্র কটা দিনের অপেক্ষায় বঙ্গবাসী।