মেদিনীপুরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে সঙ্গীত পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হল ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। শহরের সংস্কৃতি ও স্বাদের মিলনমেলায় রূপ নেওয়া এই উৎসবে প্রতিদিনই ছিল উপচে পড়া ভিড়। মেলায় যেমন একদিকে ছিল বিভিন্ন রকম লোভনীয় খাবারের স্টল, তেমনই নানা পোশাক, বুটিকের স্টল মেলায় আসা সাধারণ দর্শনার্থীদের বেশ আকর্ষণ করেছে।
advertisement
দেশি-বিদেশি স্বাদের খাবারের পাশাপাশি নজর কেড়েছে জঙ্গলমহলের নানা খাবার। সাতপুরি, পুর পিঠে, পাটিসাপটার মতো লোভনীয় পিঠাপুলির পসরা সাজিয়েছে বসেছেন মহিলারা।
শীত পড়তেই মেদিনীপুর শহরে আয়োজিত হচ্ছে নানা মেলা। বিদ্যাসাগর হলে আয়োজিত এই মেলায় ছিল শাড়ি, শীতবস্ত্র, হ্যান্ডমেড জুয়েলারি ও নানান ধরনের ঘর সাজানোর সামগ্রীর স্টল। হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্রে ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। একদিকে খবর অন্যদিকে ব্যবহার্য জিনিসের স্টল নজর কেড়েছে সকলের। প্রতিদিন ব্যাপক ভিড় ছিল মানুষের। একদিকে বিক্রি অন্যদিকে ক্রেতাদের ব্যাপক উৎসাহ ছিল এই মেলায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে বহু মানুষ মেলায় এসে কেনাকাটা ও খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন। উদ্যোক্তাদের মতে, এই ধরনের ফেস্টিভ্যাল স্থানীয় শিল্পী ও ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি করে। শুধু তাই নয়, স্থানীয় ব্যবসায়ও সুযোগ করে দেয়। এই ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল মেদিনীপুর শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন রঙ যোগ করেছে।





