TRENDING:

West Medinipur News: প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাতেই ঢুকছে বড় বড় লরি, বিস্ফোরক দাবি পঞ্চায়েত সদস্যের

Last Updated:

West Medinipur News: জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই এলাকায় ভারী ভারী লরি ঢুকছে। আগেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বা গ্রামীণ রাস্তায় ৬ চাকার বেশি বড় গাড়ি ঢুকবে না। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তাগুলিতে বড় বড় লরি ঢোকায় ক্ষুব্ধ এলাকাবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ নিয়ম না মেনেই এলাকায় ঢুকছে বড় বড় লরি। বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রাম পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি বলে দাবি পঞ্চায়েত সদস্যের। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের মাধপুর ও গুরুগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।
লরি
লরি
advertisement

জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই এলাকায় ভারী ভারী লরি ঢুকছে। আগেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা বা গ্রামীণ রাস্তায় ৬ চাকার বেশি বড় গাড়ি ঢুকবে না। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বহু দিন আগে থেকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তাগুলিতে বড় বড় লরি ঢুকতেই বেজায় চটেছে এলাকাবাসী।

advertisement

আরও পড়ুনঃ নববর্ষের আগেই চরম সর্বনাশ! বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আলিপুরদুয়ারের একাধিক দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের

তাঁদের অভিযোগ, এমনিতেই রাস্তার অবস্থা খারাপ। তার উপর আবার বড় বড় লরি মাল নিয়ে রাস্তায় ঢুকছে। তাও আবার কোনও সরকারি কাজ নয়, বরং ব্যাক্তিগত কাজে। আমরা চাই প্রশাসন বিষয়টি দেখুক এবং রাস্তা সংস্কারের ব্যবস্থা করুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিলাপাতা জঙ্গলের রাস্তায় আতঙ্ক! এই বুঝি বেরিয়ে এল...! স্কুলে যেতে ভয় পড়ুয়াদের
আরও দেখুন

এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য জানান, আমি গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। কেন ব্যাক্তিগত বড় লরিকে এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়েছে আমরা জানি না। গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। তারপরেও কোনও লাভ হয়নি। গ্রামবাসীরা আমায় ধরছে। আমিও চাই বড় বড় লরি যাতায়াত বন্ধ হোক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাতেই ঢুকছে বড় বড় লরি, বিস্ফোরক দাবি পঞ্চায়েত সদস্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল