গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনও সুরাহা। প্রতিনিয়ত নেশাগ্রস্তদের অশালীন আচরণ, মারামারি, গণ্ডগোলের জেরে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। অবশেষে প্রতিবাদের পথেই হাঁটলেন এলাকার মহিলারা। রাতে কয়েকশো মহিলা হাতে ঝাঁটা, লাঠি, বঁটি ও কাটারি নিয়ে নেমে পড়েন রাস্তায়। তারা কল্মীজোড় ব্রিজের উপর অবরোধে বসেন। তাদের স্পষ্ট দাবি— যতদিন না এই চোলাইয়ের ঠেক উঠে যাচ্ছে, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।
advertisement
অবরোধে শামিল পশ্চিম মেদিনীপুরের ওই মহিলারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে দেবী দুর্গার রণংদেহী রূপ দেখবে গোটা গ্রাম। প্রতীকী অবরোধ আজ শেষ, পরের পদক্ষেপ হবে চোলাই উচ্ছেদের সর্বাত্মক অভিযান।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোলাই ব্যবসার কারণে এলাকায় অপরাধ প্রবণতা যেমন বেড়েছে, তেমনই শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও বিপদের মুখে পড়েছে। এদিনের মহিলা বিক্ষোভের ফলে প্রশাসনের উপর চাপ আরও বেড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে এলাকাবাসী। গ্রামবাসীরা জানান, সঠিক পদক্ষেপ না নেওয়া হলে তারা ফের পথে নামবেন।