TRENDING:

রান্নার গ্যাস কানেকশন থাকলেই টাকা...! আশায় ছিলেন গৃহবধূ, কিন্তু তারপর! পুরো ঘটনা না জানলে ফাঁদে পড়তে পারেন আপনিও

Last Updated:

অ্যাকাউন্ট থেকে গায়েব সব টাকা! দাসপুরে গৃহবধূ প্রতারণার শিকার। গ্যাস ভর্তুকির টোপ দিয়ে এক গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও করে দেওয়া হল সমস্ত টাকা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাহপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: অ্যাকাউন্ট থেকে গায়েব সব টাকা! দাসপুরে গৃহবধূ প্রতারণার শিকার। দাসপুরে ফের ঘটল নতুন কায়দায় প্রতারণার ঘটনা। কেন্দ্রীয় সরকারের গ্যাস ভর্তুকির টোপ দিয়ে এক গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও করে দেওয়া হল সমস্ত টাকা। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর, দাসপুর থানার কুল্টিকুরি এলাকায়। প্রতারিত গৃহবধূর নাম মিঠু পণ্ডিত।
রান্নার গ্যাস
রান্নার গ্যাস
advertisement

জানা গিয়েছে, এদিন মিঠুর মা অসীমা সর্দার মেয়ের বাড়িতে এসেছিলেন। হঠাৎই অসীমা দেবীর ফোনে আসে এক অজানা নম্বর থেকে কল। ফোনটি ধরেন মিঠুই। ফোনের অপর প্রান্ত থেকে জানান হয়— সরকারিভাবে যাদের বাড়িতে গ্যাস কানেকশন আছে, তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠান হচ্ছে। এর জন্য ফোন-পে যুক্ত একটি মোবাইল নম্বর প্রয়োজন বলে জানান হয়। মিঠু নিজের নম্বরটি দিয়ে দেন।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার জের! ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে বড় পদক্ষেপ নিল প্রশাসন

View More

এরপর শুরু হয় প্রতারণার ফাঁদ। প্রথমে সাধারণ ফোন কল, পরে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে দুষ্কৃতীরা। তারা মিঠুকে ফোনে একের পর এক নির্দেশ দিতে থাকে— কোথায় ক্লিক করতে হবে, কীভাবে তথ্য দিতে হবে ইত্যাদি। কিছু না বুঝেই মিঠু তাঁদের কথামত সব ধাপ সম্পন্ন করেন। তারপরই ঘটে বিপত্তি। ভর্তুকির টাকা ঢোকার বদলে মিঠুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় সাড়ে ১২ হাজার টাকা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতায় রহস্যময় পদচিহ্ন, এলাকাজুড়ে বন্য জন্তুর ভয়
আরও দেখুন

মুহূর্তের মধ্যেই খালি হয়ে যায় অ্যাকাউন্ট। বিষয়টি বুঝে হতভম্ব হয়ে পড়েন মিঠু ও তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও এলাকায় এ ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষকে সরকারি ভর্তুকি, লোন বা প্রকল্পের নাম করে ফোনে ফাঁদে ফেলা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় সাইবার প্রতারণার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে— কোনও সরকারি প্রকল্প বা ভর্তুকির নামে অচেনা ফোন নম্বরে নিজের তথ্য বা মোবাইল লেনদেন সংক্রান্ত তথ্য দেওয়া বিপজ্জনক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রান্নার গ্যাস কানেকশন থাকলেই টাকা...! আশায় ছিলেন গৃহবধূ, কিন্তু তারপর! পুরো ঘটনা না জানলে ফাঁদে পড়তে পারেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল