পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসার পথে বেলদাগামী কোনও একটি গাড়ি সাইকেলে থাকা ওই ব্যবসায়ীকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর তিনি জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
advertisement
মৃত ব্যবসায়ীর পরিবারের বক্তব্য, প্রত্যেকদিনের মতো এদিনও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজার এলাকায় কাপড়ের দোকান খুলতে এসেছিলেন গদাধরবাবু। সেই সময়ে কোনও এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। যার ফলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
