পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বাহারদল টিটিয়া গ্রামের মাত্র ১০ বছরের এই কৃতি ছেলে বিবেক মান্না। বাবা যুগল মান্না সামান্য সেলুন দোকান চালিয়ে পরিবারের খরচা বহন করে। স্কুলের প্রতিযোগিতা থেকেই তাঁর এই প্রতিভার আত্মপ্রকাশ। সম্প্রতি দু’বছর ধরে যোগব্যায়ামে প্রশিক্ষণ নিচ্ছে সে। মাত্র দু’বছরের এই প্রশিক্ষণে মিলেছে একাধিক পুরস্কার। জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে নিজের প্রতিভার ছাপ রেখেছে সে।
advertisement
পা উপর দিকে করে দু’হাত দিয়ে অনায়াসে হেঁটে যেতে পারে সে। শুধু তাই নয় হাতের উপর ভর করে দু’পা দিয়ে চশমা পরতে পারে, এছাড়াও মায়ের কাঁধে ভর দিয়ে দু’পা উপর দিকে তুলে যোগা প্রদর্শন করতে পারে বিবেক। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে থেকে সামান্য নিম্নবিত্ত পরিবারে বেশ কষ্টের মধ্য দিয়েই তাকে প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন সকালে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করে সে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছে ছোট্ট বিবেক। তার এই সাফল্যে গর্বিত বাবা-মা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামান্য বয়সে এমন প্রতিভার প্রশংসা করেছেন গ্রামবাসী থেকে প্রত্যেকে। তবে তার এই প্রতিভা দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যে কোনও ভাবেই ঘুরিয়ে ফেলতে তার শরীর। অত্যন্ত গ্রামের ছোট্ট এই ছেলের প্রতিভা অবাক করেছে সকলকে।