আমরা সবাই এখন প্লাস্টিকের জিনিসের উপর ঝুঁকে পড়েছি। যদিও সেই প্লাষ্টিক ক্ষতি করছে শরীরের। তবে হাজার সমস্যা থাকাতেও, গ্রামবাংলায় আজও টিকে আছে বাঁশের তৈরি কুলো থেকে ধামা চাল ধোয়ার চ্যাঙারি থেকে শুরু করে অনেক কিছু জিনিস। আজও দূরদূরান্ত থেকে মানুষ আসে প্রাকৃতিক জিনিস থেকে তৈরি এইসব জিনিসপত্র কিনতে। দাদপুরের অনেক পরিবার এইসব জিনিসপত্র বানিয়েই জীবিকা নির্বাহ করে। একটা সময় ছিল বাঁশ ও বেত শিল্প ছিল রমরমা। তখন বাঁশ দিয়ে তৈরি হত মাথাল, ওরা, ভার ইত্যাদি যা কৃষিকাজে ব্যবহৃত হত।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহল পুরুলিয়ার আশ্চর্য গাছ! লোকে বলেন ‘বাদুড় গাছ’, কেন এমন নাম? জানলে অবাক হবেন
মাছ ধরার চাই, খালুই, জুইতা ইত্যাদি মৎস্যজীবীদের হাতিয়ার। বাঁশের দোচালা, চারচালা ও আটচালা ঘর; বাঁশের বেড়া, ঝাপ, বেলকি, দরমা যা ছিল গ্রাম বাংলার নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রতীক। আত্মরক্ষার কাজে ব্যবহৃত বর্শা, ঢাল, লাঠি, তীর, ধনুক ও বল্লম হিসেবে বাঁশের ব্যবহার লক্ষণীয় ছিল। পাল তোলা নৌকা এবং গরুর গাড়ির ছাদ বা ছই নির্মাণ, বাঁশি, লোকবাদ্যযন্ত্র, বাঁশের খেলনা ও পুতুল,আসবাব হিসেবে মোড়া, চাটাই সবেতেই ছিল বেত শিল্প। সব হারিয়ে গেলেও এখন আবার বাঁশের তৈরি আসবাব, ছাইদানি, ফুলদানি, প্রসাধনী বাক্স, ছবির ফ্রেম, আয়নার ফ্রেম, কলম ইত্যাদির চাহিদা বাড়ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পীর কন্ঠে উঠে এল দুঃখের কথা। এই বেতশিল্প কুঠির শিল্পের আওতায়। তবে এর জন্য কোনও সরকারি সহযোগিতা তারা পাননি। তা পেলে এই কুঠির শিল্প প্রাণ পেত। কিংবা এককালীন ভাতা হলেও এই শিল্প মাথা তুলে দাঁড়াতে পারত। মায়া জড়ান কন্ঠে তাই শিল্পী জানাচ্ছেন সাইডে আরও কিছু কাজ করতে হয় নাহলে শুধু এইটা করে পেট চালান খুব মুশকিল। বিভিন্ন হাটে বাজারে মেলাতে নিয়ে বিক্রি করেন হাতে তৈরি ধামা, কুলো, চ্যাঙারি, চালনা। বিক্রি বাটা হলে কিছুটা লাভের মুখ দেখেন তারা। তবে বাঁশ পাতলা পাতলা করে কেটে নানা ডিজাইন করে বোনাতে প্রচুর কষ্ট হয়। সেই অনুযায়ী তাদের দুর্দশা মেটে না। সবমিলিয়ে হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচাতে যদি এখনই রাশ না ধরা হয় তাহলে অকালে হারিয়ে যাবে প্রাচীন এই শিল্প।