জানা যাচ্ছে, রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের কাজে ১০ লক্ষ টাকা খুড়শি বুথে বরাদ্দ করা হয়। সেই টাকায় কী কাজ হবে এলাকার সমস্ত মানুষের উপস্থিতিতে এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ৫ লক্ষ টাকা করে দুই ভাগ করে দেওয়া হয়। এক পক্ষ জানিয়ে দেয়, তারা করবে টিউবওয়েল। আর অপর পক্ষ রাস্তার কাজ করবে। আর সেই টিউবওয়েলের বসানোর কাজে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলল এলাকাবাসী।
advertisement
ব্যক্তিগত ভাবে বাড়িতে বসানো হয়েছে টিউবওয়েল, এমনই অভিযোগ তুলে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল। আর এই নিয়ে শুরু গণ্ডগোল, বিবাদ। ঘটনায় এলাকার তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলতে শুরু করেন। ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধান দয়াল লোহার ও শংকর মন্ডল বলেন উভয় পক্ষের অনুমতিতে নির্দিষ্ট জায়গায় কাজ হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি দেখবেন।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড! ভোররাতে পুড়ে ছাই ফলতার পেন কারখানা, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এই ঘটনায় শোরগোল হওয়ার জন্য তৃণমূল কর্মী নাজির হোসেন খানের নাম না করে দুর্নীতিগ্রস্ত বললেন অঞ্চল তৃণমূল সভাপতি ঈসমাইল খান। পাল্টা শাসকদলকে তীব্রভাবে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুকান্ত দোলই।
