TRENDING:

Civic Volunteer: সিভিক তো নয় যেন...! ডিউটির পাশাপাশি সাপ ধরতে এক্সপার্ট, কেন করেন এসব? জানুন

Last Updated:

পেশায় সামান্য একজন সিভিক কর্মী হয়েও নিজের উদ্যোগে এবং নিজের খরচে করেন এই কাজ। পরিবেশ বাঁচানোর ভাবনা নিয়ে এবং পরিবেশের জীবকুল রক্ষায় তার এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: তার ভরসা একই লম্বা ব্যাগ, একটি ক্যাচার এবং একটি স্টিক। শুধু পেশাগতভাবে নিজের দায়িত্ব পালন নয়, পরিবেশ ভাবনা মুগ্ধ করেছে সকলকে। শুধু মানুষ নয়, পরিবেশের অন্যান্য জীবকূলকে বাঁচাতে হবে। বিষধর সাপ থেকে বাজপাখি, কিংবা অন্যান্য পশু পাখি, সবাই এক খাদ্য শৃংখলে আবদ্ধ। তবে ভয়ের বশে অনেকেই সাপ মেরে ফেলে। তবে এই যুবক বার্তা দেন সাপ বাঁচানর, যা শুধু পরিবেশের নয় পরক্ষণে মানুষের উপকার করবে। তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, নেশায় সর্পবন্ধু। দিন হোক বা রাত, শুধুমাত্র একটি ফোন কলেই পৌঁছে যান ঘটনাস্থলে। উদ্ধার করে নিয়ে আসেন বিষধর। পরে সেবা-শুশ্রূষার পর ছেড়ে দেন গভীর জঙ্গলে। এটাই প্রায় দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময়ের রুটিন হয়ে দাঁড়িয়েছে।
advertisement

যেকোনও উপায়ে বাঁচাতে হবে বিষধর সাপ। তাই ভয় না পেয়ে পৌঁছে যান বিভিন্ন জায়গায়। নিজের পেশাগত ডিউটি সামলে সাপ উদ্ধার করে তাকে রক্ষা করে প্রত্যন্ত গ্রামের এই সিভিক ভলেন্টিয়ার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অলংকারপুর এলাকার বাসিন্দা নারায়ণগড় থানার সিভিক ভলেন্টিয়ার প্রলয় মাসান্ত। দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করেন। কখনও অসুস্থ হনুমান, আবার কখনও নিজের বাড়িতেই সেবা শুশ্রূষা করেছেন অসুস্থ বাজপাখির। বর্তমানে এটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে।

advertisement

আরও পড়ুন: শুধু ধান, সবজি নয়! এবার চাষের ধরনে বদল আনতেই রোজগার বাড়ছে মেদিনীপুরের চাষিদের, জানুন কীভাবে

View More

বাড়িতে যেকোনও মুহূর্তে সাপ বের হলে, তাকে মেরে ফেলতে উদ্ধত হয় অনেকে। তবে প্রলয় বার্তা দেয় সাপ বাঁচানোর। বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে সাধারণ মানুষের মধ্যে সাপ সম্পর্কে সচেতন করে সে। কখনও ডিউটিরত অবস্থায় উদ্ধার করেছে বিষধর সাপ। প্রথম প্রথম বাড়ির অন্যান্য সদস্যরা তাকে বাধা দিলেও তার ভাবনা এবং উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

পেশায় সামান্য একজন সিভিক কর্মী হয়েও নিজের উদ্যোগে এবং নিজের খরচে করেন এই কাজ। পরিবেশ বাঁচানোর ভাবনা নিয়ে এবং পরিবেশের জীবকুল রক্ষায় তার এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: সিভিক তো নয় যেন...! ডিউটির পাশাপাশি সাপ ধরতে এক্সপার্ট, কেন করেন এসব? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল