যেকোনও উপায়ে বাঁচাতে হবে বিষধর সাপ। তাই ভয় না পেয়ে পৌঁছে যান বিভিন্ন জায়গায়। নিজের পেশাগত ডিউটি সামলে সাপ উদ্ধার করে তাকে রক্ষা করে প্রত্যন্ত গ্রামের এই সিভিক ভলেন্টিয়ার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অলংকারপুর এলাকার বাসিন্দা নারায়ণগড় থানার সিভিক ভলেন্টিয়ার প্রলয় মাসান্ত। দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করেন। কখনও অসুস্থ হনুমান, আবার কখনও নিজের বাড়িতেই সেবা শুশ্রূষা করেছেন অসুস্থ বাজপাখির। বর্তমানে এটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আরও পড়ুন: শুধু ধান, সবজি নয়! এবার চাষের ধরনে বদল আনতেই রোজগার বাড়ছে মেদিনীপুরের চাষিদের, জানুন কীভাবে
বাড়িতে যেকোনও মুহূর্তে সাপ বের হলে, তাকে মেরে ফেলতে উদ্ধত হয় অনেকে। তবে প্রলয় বার্তা দেয় সাপ বাঁচানোর। বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে সাধারণ মানুষের মধ্যে সাপ সম্পর্কে সচেতন করে সে। কখনও ডিউটিরত অবস্থায় উদ্ধার করেছে বিষধর সাপ। প্রথম প্রথম বাড়ির অন্যান্য সদস্যরা তাকে বাধা দিলেও তার ভাবনা এবং উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পেশায় সামান্য একজন সিভিক কর্মী হয়েও নিজের উদ্যোগে এবং নিজের খরচে করেন এই কাজ। পরিবেশ বাঁচানোর ভাবনা নিয়ে এবং পরিবেশের জীবকুল রক্ষায় তার এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।





