বছর কয়েক আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভোগপুর এলাকার বাসিন্দা তুহিন মাইতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫১ লক্ষ টাকা বিজনেস লোন নিয়েছিলেন। সেই লোন শোধ করতে না পাড়ায় কোর্টের অর্ডারে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে শুক্রবার বিকেলে ওই ব্যাক্তির প্রোপাটি দখল নিল ব্যাঙ্ক।
আরও পড়ুন: কোটি কোটি টাকা খরচে নতুন রূপে সাজছে বর্ধমান টাউন হল! সুবিধা বাড়বে অনেক, কী কী হচ্ছে জানলে চমকে যাবেন
advertisement
ডেবরার বিডিও, ডেবরা থানার পুলিশ বাহিনীর উপস্থিতিতে ওই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আর এতেই চরম সমস্যায় পড়েছে তুহিন মাইতির পরিবার।একের পর এক ইএমআই ফেল, বিষয়টি গড়ায় আদালতে। আদালতের নির্দেশেই ঋণ খেলাপির জন্য সম্পত্তি দখল নিল ব্যাঙ্ক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্যাঙ্ক এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তুহিন মাইতি নামে ওই ব্যবসায়ী তার ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে ৫১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই দিনের টাকা এবং ইএমআই দিতে না পাড়ার কারণে বিষয়টি আদালতে যায়। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তি ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয় এবং এই সম্পত্তির পরিপ্রেক্ষিতেই তার লোনের টাকা পরিশোধ হবে।
