শুধু দাসপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় জুড়ে শোরগোল পড়লেও মেলেনি পাঁচ কোটি টাকার মালিকের হদিস। অবশেষে পাওয়া গেল পাঁচ কোটি টাকার মালিকের হদিস। দাসপুরের বাসিন্দা পেশায় সোনার কারিগর, বর্তমানে বাড়িতেই থাকেন সুদীপ মাইতি। তিনি দুহাজার টাকার লটারি কেটেছিলেন দাসপুরের মাতৃ লটারি এজেন্সির থেকে। সুদীপবাবু ডিয়ার লটারি কেটেছিলেন।
আরও পড়ুন: শুভেন্দুকে এবার জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশ, নোটিস পাঠাতেই তোলপাড় বাংলা
advertisement
আর সেই লটারি কেটেই পাঁচ কোটি টাকা জিতেছেন সুদীপ মাইতি। কিন্তু লটারি কাটার পরেই ভয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন সুদীপ, লটারি এজেন্সি থেকে শুরু করে এলাকার সমস্ত মানুষ খোঁজখবর নিলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না লটারি প্রাপকের।
আরও পড়ুন: লকেটকে পায়ের নূপুর কটাক্ষ, শুভেন্দুকে চুঁচুড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
অবশেষে কয়েকদিন বাদে ডিয়ার লটারি কেটে ৫ কোটি টাকার কোটিপতি ব্যক্তির হদিস পাওয়া গেল। যদিও টাকা পেয়ে আতঙ্কে রয়েছেন সুদীপ, অধিকাংশ সময়ে বাড়ির বাইরে গা ঢাকা দিয়ে রাত কাটাচ্ছেন তিনি।