অন্য দিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকেই ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জেলা তে প্রবল বৃষ্টি অর্থাৎ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
যদিও কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোন প্রশ্নই নেই আগামী চার পাঁচ দিন। কোথাও ছিটেফোঁটা কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা কম থাকায় অস্বস্তি চরমে উঠবে না।
আরও পড়ুন: বিকাল পর্যন্ত কলকাতার আকাশ পরিষ্কার, বৃষ্টি হতে পারে সন্ধ্যায়
পশ্চিম ভারতের রাজ্য দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়-সহ সমতল এবং পার্বত্য এলাকার উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এছাড়াও মধ্য ভারতের ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাংশে আগামী চার পাঁচদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এই রাজ্যগুলিতে।