সকালে সামান্য সময়ের জন্য মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলায়।
advertisement
কলকাতায় গরমের অনুভূতি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে কলকাতায়! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
স্বাভাবিকের সামান্য উপরেই রয়েছে তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই সামান্য উপরে উঠল। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।