উইকেন্ডে গরমে গলদঘর্ম অবস্থা। তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ ও ছয় জেলায়। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। দোল উৎসবে তাই বৃষ্টি উত্তরবঙ্গে আর দাবদাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
advertisement
দক্ষিণবঙ্গে উইকেন্ডে গরম চরমে থাকবে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বেড়েই চলেছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। হোলির আগের দিনেই ৩৫ ডিগ্রি ছুঁল কলকাতার পারদ। শনি ও রবিবার আরও বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। বসন্তেই গরমে গলদঘর্ম। উইকেন্ডে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
ভোরবেলায় ও সন্ধ্যাতে মনোরম আবহাওয়া কার্যত উধাও। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে এবং রাতেও গরম এবং অস্বস্তি থাকবে। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে দাবদাহের মত পরিস্থিতি।
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।