দোলে উত্তরবঙ্গে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। দোলের আগেই ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার পারদ। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।
advertisement
দোল উৎসবে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। জেলায় জেলায় সকাল ও সন্ধ্যাবেলায় মনোরম আবহাওয়া। বেলা বাড়লে দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া। আগামী ৪-৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। মঙ্গলবার দুপুরের পর থেকে রাতের মধ্যে এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে লোথিয়ান দ্বীপের মধ্যে এই জলোচ্ছ্বাস হতে পারে। ০.৫ থেকে ০.৬ মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে। জলোচ্ছ্বাস স্থায়ী হতে পারে ১৫ থেকে ২৩ সেকেন্ড পর্যন্ত। দুপুর দুটোর পর থেকে রাত বারোটার মধ্যে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
কলকাতায় আজ, সোমবার সকালে আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া কিছুক্ষণের জন্য। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে ৷ রাতে অস্বস্তি বাড়তে পারে। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামিকাল, মঙ্গলবার থেকে ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শুক্রবার হোলির দিনের আগেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। কলকাতায় আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।