কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ, মঙ্গলবার ও আগামিকাল বুধবার ৪৮ ঘণ্টা জুড়ে আবহাওয়া একই রকম থাকবে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে।
advertisement
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে রয়েছে।
উত্তরবঙ্গে আজ, মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপরের দিকের দু-এক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে। বাড়ছে নদীর জলস্তর।
আজ, মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতেও।