Eden Gardens Security: নিরাপত্তা বাড়ছে ইডেনের, গেটে বসছে মেটাল ডিটেক্টর, সিএবির সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত লালবাজারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
ইতিমধ্যেই মেটাল ডিটেক্টর বসানো এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে লালবাজারের পক্ষ থেকে সিএবি-কে জানানো হয়েছে।
কলকাতা: নিরাপত্তা বাড়ছে ইডেনের। সিএবি-র সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত লালবাজারের। আজ, মঙ্গলবার থেকে ইডেনের গেটে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর। সিএবি সূত্রে খবর, পুলিশের নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।
ইতিমধ্যেই মেটাল ডিটেক্টর বসানো এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে লালবাজারের পক্ষ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে জানানো হয়েছে।
advertisement
উল্লেখ্য, গত মাসে আইপিএলে কেকেআর বনাম চেন্নাই ম্যাচের দিন ইডেনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল।
advertisement
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের দিন দুপুরে একটি ই-মেল আসে সিএবি-র অফিসে । সেখানে লেখা ছিল, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ক্রিকেটের নন্দনকাননকে ।
হঠাৎ করে বোমাতঙ্কের খবরে তোলপাড় শুরু হয় । দ্রুত খবর দেওয়া হয় লালবাজারে । ফলে বাড়তি নিরাপত্তাই শুধু নয়, পুরো ইডেন বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় । যদিও তাতে সন্দেহজনক কিছু মেলেনি । তবে এখন থেকে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ইডেনে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 9:16 AM IST