TRENDING:

West Bengal Weather Forecast: রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী ৫ দিন, তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না

Last Updated:

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: হাওয়া বদল বাংলায়। বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া থাকবে বাংলায়। চলতি সপ্তাহে বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী ৫ দিন
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী ৫ দিন
advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আগামী পাঁচ দিন। জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের বেলায় সামান্য থাকতে পারে। বাতাসে ক্রমশ কমবে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের কারণে রাতে শিশির এবং সকালে হালকা কুয়াশা থাকবে।

আরও পড়ুন– হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

advertisement

আজ, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব শুরু হবে। দক্ষিণ-পশ্চিম বাতাস ও উত্তর-পশ্চিমের বাতাসের সংস্পর্শে খুব সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বা ধোয়াশার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখনও জলীয় বাষ্পের প্রভাব থাকায় শরৎ-হেমন্তের শীতের শিরশিরানি এখনও অনুভূত হবে না।

আরও পড়ুন– ত্রাণ তহবিলে সাহায্য, সাম্প্রতিক বিপর্যয়কে ‘মনুষ্যসৃষ্ট’ বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। শুষ্ক আবহাওয়ার উত্তরবঙ্গের সব জেলাতে।

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!
আরও দেখুন

মূলত পরিষ্কার আকাশ। চলতি সপ্তাহে দু-একদিন খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী ৫ দিন, তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল