TRENDING:

Toto New Rules: বেলাইনের টোটোকে লাইনে ফেরাতে বড় পদক্ষেপ রাজ্যের! এবার 'এই' নিয়ম না মানলে সব শেষ

Last Updated:

টোটো নিয়ে পদক্ষেপ বড় রাজ্য পরিবহন দফতরের, মন্ত্রী জানান, 'সরকার মানবিক তাই এখনই কোনও টোটো বাতিল করা হচ্ছে না। তবে...।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ:  টোটো নিয়ে পদক্ষেপ বড় রাজ্য পরিবহন দফতরের, মন্ত্রী জানান, ‘সরকার মানবিক তাই এখনই কোনও টোটো বাতিল করা হচ্ছে না। তবে…।’ রাজ্য পরিবহন দফতরের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই অজস্র টোটো চালকের রাতের ঘুম উড়েছে। কেননা হাতে মাত্র আর কয়েকটা দিন, আর এই কয়েকটি দিনের মধ্যে নতুন নিয়ম না মানলে বাতিল হয়ে যাবে টোটো। বলা যেতে পারে ‘বেলাইনের টোটোকে লাইনে ফেরাতে বড় পদক্ষেপ সরকারের’।
টোটো নিয়ে নতুন নিয়ম
টোটো নিয়ে নতুন নিয়ম
advertisement

রাজ্য পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত টোটো রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের জেলায় জেলায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ টোটোর সংখ্যা। ফলে যানজট তৈরী হচ্ছে শহরে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে তৈরী হচ্ছে টোটো। যেগুলির কোনও চেসিস নম্বর থেকে ইঞ্জিন নম্বর এবং টিসিআর অথবা ফিটনেস কিছুই নেই। ফলে যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করলে নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। আর এসবের পরিপ্রেক্ষিতেই টোটো নিয়ে গত ৯ অক্টোবর রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয় ৩০ শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোর রেজিস্ট্রেশন করাতে হবে। ৩০ নভেম্বরের পর যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন থাকবে না সেগুলি বাতিল হয়ে যাবে।

advertisement

আরও পড়ুন: এক ইঞ্চি গড়াবে না বাসের চাকা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিষেবা! চরম ভোগান্তি রাজ্যের ‘এই’ এলাকায়, কেন এমন সিদ্ধান্ত

যদিও সরকারি এই নির্দেশনামা সমন্ধে অবগত নয় জেলার টোটো চালকরা। জেলা প্রশাসনের তরফে কোনও প্রচারও চোখে পড়ছে না। কীভাবে রেজিস্ট্রেশন হবে সে বিষয়ে অবগত করা হয়নি টোটো ইউনিয়নদের। জেলা প্রশাসন সূত্রে খবর, গত সোমবার হুগলি আরটিও দফতরের ই-রিক্সা প্রস্তুতকারকদের নিয়ে একটি বৈঠক হয়। তবে সাধারণ টোটো চালকদের মধ্যে এই রেজিস্ট্রেশন নিয়ে বিভ্রান্তি রয়েছে।

advertisement

আরও পড়ুন: ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!
আরও দেখুন

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “টোটোকে সরকারি পরিবহন আইনের আওতায় আনতে রেজিস্ট্রেশনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে গরিব মানুষের রুটিরুজির কথা মাথায় রেখে যে সমস্ত টোটোর ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর নেই সেগুলিকে এখনই বাতিল করা হচ্ছে না। দু’বছর সময় দেওয়া হয়েছে তারপর বাতিল হয়ে যাবে ওই সমস্ত টোটোগুলি। বেআইনিভাবে একাধিক জায়গায় টোটো তৈরি, সেগুলি রাস্তায় ছাড়া হলে যানজটে সৃষ্টি হচ্ছে এবং সেই সমস্ত টোটোর বৈধ কাগজ না থাকায় যাত্রী নিরাপত্তার একটা প্রশ্ন থেকে যায়। বৈধ প্রস্তুতকারক সংস্থা থেকে টোটো কিনতে হবে। প্রত্যেক টোটোয় গাড়ির নম্বর এবং কিউ আর কোড থাকবে। ফলে নজরদারিতেও সুবিধে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto New Rules: বেলাইনের টোটোকে লাইনে ফেরাতে বড় পদক্ষেপ রাজ্যের! এবার 'এই' নিয়ম না মানলে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল