সোমবারই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে ১৪৩৩৯ টি শূন্য পদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। প্রসঙ্গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উচ্চ প্রাথমিক স্তরের ১৪ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন। একাংশের মতে, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া যে হবে সেটি কার্যত বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।সোমবার মোট ১৫ হাজার চাকরী প্রার্থীর ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে।মূলত ১:১.৪ অনুপাতে ইন্টারভিউতে প্রার্থীদের ডাকার কথা এসএসসির।বেশ কিছু পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি বলেই কমিশন সূত্রে খবর। তার জন্যই ১৫হাজার প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৩১ শে জুলাইয়ের মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে। যদিও তা সম্ভব নয় বর্তমান করোনা পরিস্থিতিতে। এমনটাই দাবি করছে এসএসসি। সে ক্ষেত্রে হাইকোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি রাখতে পারে কমিশন। অন্যদিকে সোমবার ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার পর পরই আবার হাইকোর্টে মামলা হওয়ারও আশঙ্কা করছে এসএসসি। সে ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন।