নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে (Bhabanipur By Poll) ভোট পড়ল ৩৫.৯৭ শতাংশ (West Bengal Poll Vote Percentage) । জঙ্গিপুরে ভোট পড়ল ৫৩.৭৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ৫৭.১৫ শতাংশ।
আরও পড়ুন: নেত্রীকে জেতা আসন হেলায় দিয়ে দিয়েছিলেন, আজ ভোট দিয়ে মুখ খুললেন শোভনদেব
বেলা বাড়তেই সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন দেখা যায় (West Bengal Poll Vote Percentage) । ইভিএম নিয়ে অভিযোগ কোনও কোনও কেন্দ্রে থাকলেও মোটের ওপর মুর্শিদাবাদ জেলায় শান্তিপূর্ণ ভোটচিত্র।
advertisement
ভবানীপুরে ভোটদানের হার কম। সাধারণত কলকাতা শহরাঞ্চলে ভোটের হার গ্রামীণ এলাকার চেয়ে তুলনামূলক ভাবে কম হয়। এ দিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লড়াই ব্যবধান বাড়ানোর। তৃণমূলের তরফে একাধিক নেতা ভোট দিতে যাওয়ার আবেদন করেছেন নেটমাধ্যমে।
এরইমধ্যে, ভবানীপুরের(Bhabanipur By Poll) খালসা হাইস্কুলে উত্তেজনা। তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে বচসা। বিজেপির অভিযোগ, বুথে ভুয়ো ভোটার রয়েছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, ওই ব্যক্তির কাছে ভোটার স্লিপ ছিল।
এর আগে সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছিল ২১.৭৩ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছিল ৩৬.১১ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ছিল ৪০.২৩ শতাংশ।
আরও পড়ুন: বেলা বাড়তেই বাড়ছে ভোটারের সংখ্যা, ভবানীপুরে কিছুটা স্বস্তি শাসকদলের
সকাল থেকে শ্লথ গতিতে চলছিল ভবানীপুরের উপনির্বাচন (Bhabanipur By Election Vote percentage)। বেলা বাড়তেই কিছুটা গতি দেখা যায় ভোটদানে। তবে রাজ্যের অন্য দুই কেন্দ্রের তুলনায় অনেকটাই পিছিয়ে ভবানীপুর।
এদিন সকালে বুথ পরিদর্শনের সময় জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় বিজেপি প্রার্থী সুজিত দাসকে। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে একটি বুথে আসেন বিজেপি প্রার্থী সুজিত দাস। ওই পথেই আসছিলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন।গাড়ি থামিয়ে সুজিতবাবুর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।