বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালের বেশ কয়েকটি জায়গা এই পোস্টার দিয়ে মুড়ে ফেলা হয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ছবি দিয়ে 'নিখোঁজ' পোস্টার দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে 'সন্ধান চাই'। আরও লেখা হয়েছে, 'বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আলুআলিয়া নিখোঁজ। কোনও সহৃদয় ব্যক্তি যদি ওনাকে দেখতে পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনগণ অপেক্ষায় রইল।' তবে কারা এই পোস্টার দিয়েছে তার কোন উল্লেখ নেই তাতে।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছে। বিজেপি নেতা সুধীররঞ্জন কুমার সাউ বলেন, সাংসদ নিরন্তর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছেন। তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যে প্রনোদিত ভাবে এই পোস্টার লাগিয়েছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, যারা এই পোস্টার লাগিয়েছে তারা সংসদ আলুওয়ালিয়া কী কাজ করছেন সে ব্যাপারে কোনও খোঁজ রাখেন না।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,তৃণমূল কংগ্রেস এসব কাজ করে না। সাংসদকে করোনার সময় বা বন্যার সময় সাধারণ মানুষ পাশে পাননি আনন্দ উৎসবও তাঁকে দেখা যায় না। তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য লোকসভাতেও কিছু বলেননি। সাধারণ মানুষ অনেক আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছিলেন। তাঁরা আশাহত। সে কারণে এলাকার বাসিন্দারা এই পোস্টার দিয়ে থাকতে পারে। রাজনৈতিক চাপানউতোর মাঝেই সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সাংসদদের 'নিখোঁজ পোস্টার'।