TRENDING:

সাংসদের ছবি-সহ 'নিখোঁজ' পোস্টার রীতিমতো Viral! এবার 'সন্ধান চাই' কোন সাংসদের? দেখুন

Last Updated:

West Bengal Politics: সাংসদের নামে নিখোঁজ পোস্টার রীতিমতো ভাইরাল পূর্ব বর্ধমানে। শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পলের পর এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের হেভিওয়েট সাংসদ....

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান : সাংসদের নামে নিখোঁজ পোস্টার রীতিমতো ভাইরাল পূর্ব বর্ধমানে। শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পলের পর এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের হেভিওয়েট সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে পোস্টার পড়েছে দেওয়ালে দেওয়ালে। সোমবার সকালে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের তা নজরে আসে। ঘটনা ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সাংসদের নামে নিখোঁজ পোস্টার
সাংসদের নামে নিখোঁজ পোস্টার
advertisement

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালের বেশ কয়েকটি জায়গা এই পোস্টার দিয়ে মুড়ে ফেলা হয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ছবি দিয়ে 'নিখোঁজ' পোস্টার দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে 'সন্ধান চাই'। আরও লেখা হয়েছে, 'বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আলুআলিয়া নিখোঁজ। কোনও সহৃদয় ব্যক্তি যদি ওনাকে দেখতে পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনগণ অপেক্ষায় রইল।' তবে কারা এই পোস্টার দিয়েছে তার কোন উল্লেখ নেই তাতে।

advertisement

আরও পড়ুন : নন্দীগ্রামে পদ্মশিবির ত্যাগ 'জয়দেব-বটকৃষ্ণের'! শুভেন্দু জয়ের কান্ডারীরা কি শিগগিরই তৃণমূলে?

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছে। বিজেপি নেতা সুধীররঞ্জন কুমার সাউ বলেন, সাংসদ নিরন্তর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছেন। তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যে প্রনোদিত ভাবে এই পোস্টার লাগিয়েছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, যারা এই পোস্টার লাগিয়েছে তারা সংসদ আলুওয়ালিয়া কী কাজ করছেন সে ব্যাপারে কোনও খোঁজ রাখেন না।

advertisement

আরও পড়ুন : 'আমি এলে ওর গায়ে জ্বালা ধরে কেন?' শুভেন্দু-কুণাল আমনে-সামনে! টক্করের অপেক্ষায় পূর্ব মেদিনীপুর...

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,তৃণমূল কংগ্রেস এসব কাজ করে না। সাংসদকে করোনার সময় বা বন্যার সময় সাধারণ মানুষ পাশে পাননি  আনন্দ উৎসবও তাঁকে দেখা যায় না। তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য লোকসভাতেও কিছু বলেননি। সাধারণ মানুষ অনেক আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছিলেন। তাঁরা আশাহত। সে কারণে এলাকার বাসিন্দারা এই পোস্টার দিয়ে থাকতে পারে। রাজনৈতিক চাপানউতোর মাঝেই সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সাংসদদের 'নিখোঁজ পোস্টার'।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাংসদের ছবি-সহ 'নিখোঁজ' পোস্টার রীতিমতো Viral! এবার 'সন্ধান চাই' কোন সাংসদের? দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল