সেই মামলার প্রেক্ষিতেই তাঁকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে নোটিসে উল্লেখ করেছে তমলুক থানার পুলিশ। তবে, তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।
আরও পড়ুন: অসাধারণ সুযোগ, বিলাসবহুল ক্রুজে এবার ঘুরে আসুন সুন্দরবন! দুরন্ত সুযোগ
advertisement
এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্যের কারণে শুভেন্দুকে পুলিশি তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তমলুক থানা সূত্রে খবর, শুভেন্দুকে আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তা জানানো হয়নি।
আরও পড়ুন: লকেটকে পায়ের নূপুর কটাক্ষ, শুভেন্দুকে চুঁচুড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
তমলুক থানা জানিয়েছে, এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে, তিনি কবে কোথায় পুলিশের মুখোমুখি হতে পারবেন। যদিও এখনও শুভেন্দুর তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, এর আগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকেও দু’দফায় জেরা করেছে কাঁথি থানার পুলিশ। বৃহস্পতিবার শুভেন্দুর কাছে নোটিস আসার পাশাপাশি সৌমেন্দুর কাছেও নোটিস গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে।