TRENDING:

Suvendu Adhikari: শুভেন্দুকে এবার জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশ, নোটিস পাঠাতেই তোলপাড় বাংলা

Last Updated:

Suvendu Adhikari: বিতর্কিত মন্তব্যের কারণে শুভেন্দু অধিকারীকে পুলিশি তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: ভাইয়ের পর এবার দাদা। আগে সৌমেন্দু দু'দুবার সৌমেন্দু অধিকারীকে ডেকে পাঠানোর পর এবার খোদ শুভেন্দু অধিকারীকে নেটিশ পাঠালো পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। গত ২০২১ সালের ১৯ শে জুলাই তমলুকে বিজেপির সভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে। সেই ঘটনার প্রেক্ষিতে তমলুক থানার পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নামে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই এবার ডেকে পাঠানো হল শুভেন্দুকে।
চাপে শুভেন্দু অধিকারী
চাপে শুভেন্দু অধিকারী
advertisement

সেই মামলার প্রেক্ষিতেই তাঁকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে নোটিসে উল্লেখ করেছে তমলুক থানার পুলিশ। তবে, তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।

আরও পড়ুন: অসাধারণ সুযোগ, বিলাসবহুল ক্রুজে এবার ঘুরে আসুন সুন্দরবন! দুরন্ত সুযোগ

advertisement

এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্যের কারণে শুভেন্দুকে পুলিশি তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তমলুক থানা সূত্রে খবর, শুভেন্দুকে আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তা জানানো হয়নি।

advertisement

আরও পড়ুন: লকেটকে পায়ের নূপুর কটাক্ষ, শুভেন্দুকে চুঁচুড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তমলুক থানা জানিয়েছে, এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে, তিনি কবে কোথায় পুলিশের মুখোমুখি হতে পারবেন। যদিও এখনও শুভেন্দুর তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, এর আগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকেও দু’দফায় জেরা করেছে কাঁথি থানার পুলিশ। বৃহস্পতিবার শুভেন্দুর কাছে নোটিস আসার পাশাপাশি সৌমেন্দুর কাছেও নোটিস গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুকে এবার জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশ, নোটিস পাঠাতেই তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল