পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিলকিগড় এলাকার এক দশম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের কাছে খোঁজখবর নেন। কিন্তু কোনও হদিস পাওয়া যায়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও মেয়েটির খোঁজ না পাওয়ায় ওই নাবালিকার পরিবার ঝাড়গ্রাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ জলের সমস্যায় জেরবার, এবার ময়দানে নামলেন খোদ সচিব! সমস্যা শুনে দিলেন বড় আশ্বাস
advertisement
অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে শুরু হয় নাবালিকাকে উদ্ধারের অভিযান। বিভিন্ন সূত্র খতিয়ে দেখা, এলাকায় খোঁজ চালানোর পাশাপাশি হাসপাতাল, বাস টার্মিনাস, স্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়। অবশেষে রাত প্রায় ১০ঃ৩০ নাগাদ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাছে ওই নাবালিকার খোঁজ পাওয়া যায়।
ওই নাবালিকার পরিবার জানায়, দুপুরে বাড়িতে কেউ ছিল না। সেই সময় ও হঠাৎ করে কোথায় চলে যায় আমরা বুঝতে পারিনি। চারিদিকে খোঁজখবর নিই। কোনও খোঁজ না পেয়ে অবশেষে সন্ধ্যায় নিখোঁজের অভিযোগ দায়ের করি। অভিযোগের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর নাবালিকার নিখোঁজ হওয়ার কারণ খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ। পাশাপাশি কীভাবে এবং কেন সে মেডিক্যাল কলেজের কাছে পৌঁছল, সেটাও জানার চেষ্টা চলছে। পুলিশ দ্রুত পদক্ষেপে নাবালিকাকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় প্রশংসা করেছেন এলাকাবাসী।