সম্প্রতি মগরাহাটের আমড়া তলা এলাকায় একটি ঘটনা ঘটে। বছর তিরিশের এক মহিলা তাঁর পাঁচ বছরের মেয়েকে টিউশন পড়ানোর পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় সাইফুল মোল্লা নামের এক বিকৃত মস্তিষ্ক ব্যক্তি ওই মহিলার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করে।
advertisement
ঠিক সেই সময়ে তাঁর কাছে থাকা বাচ্চা মেয়েটি ওখান থেকে পালিয়ে যায় এবং আশেপাশের লোকজনকে খবর দেয়। এদিকে চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হতে থাকে। ওই মহিলাও সাহসিকতার পরিচয় দেয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার পুলিশ। কিন্তু সাইফুল মোল্লা ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর সাইফুলের খোঁজে শুরু হয় তল্লাশি। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে রানীগঞ্জ এলাকায় থাকার সম্ভবনা দেখে শুরু হয় তল্লাশি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে জানা যায় হরিয়ানার গুরগাঁও এলাকায় লুকিয়ে থাকতে পারে ওই ব্যক্তি। এরপর সেখানে গিয়ে পুলিশ ধৃতকে ধরে ফেলে। নিয়ে আসা হয় এখানে। বর্তমানে পুলিশ সাইফুলকে রিমান্ডে নিয়েছে। ধৃতকে যাতে দ্রুত শাস্তি দেওয়া যায় সেই প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। দোষীকে রিমান্ডে নেওয়ার কাস্টডি ট্রায়ালে দ্রুত কনভিকশন যাতে হয় সেই দিকটি দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।