গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ চার জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃত শেখ মিরাজ, রাজা ভূইয়া, বিজয় ভৌমিক বর্ধমান শহরের বাসিন্দা এবং সুদীপ দাস আসানসোলের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শর্টার পিস্তল, একটি গুলি, ভোজালি, নাইলনের দড়ি ও লাঠি। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে রাতে এনএইচ ২ বি জাতীয় সড়ক সংলগ্ন বীরপুর রেল লাইনের কাছে জঙ্গলে জন দশেক দুষ্কৃতকারী একত্রিত হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে পুলিশের বিশেষ বাহিনী অভিযান চালায়। বাকিরা চম্পট দিলেও ৪ জনকে ধরে ফেলে পুলিশ। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অন্যান্য থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ অফিসার জানান, মধ্যরাতে খবর আসে বীরপুর রেল লাইনের কাছে কয়েক জন দুষ্কৃতী জমায়েত হয়েছে। রাস্তায় যাতায়াত করা গাড়ি আটকে সেখানে ডাকাতি করাই তাদের উদ্দেশ্য বলে জানতে পারি আমরা। সেই তথ্য আসার পরই অভিযান শুরু হয়। পুলিশের গাড়ি দেখে তারা চম্পট দেওয়ার চেষ্টা করে। কয়েক জন পালাতে সক্ষম হয়। তবে চার জনকে আগ্নেয়াস্ত্র সহ ধরা সম্ভব হয়েছে। এই দলে আর কারা কারা ছিল, তাদের নাম পরিচয় জানতে ধৃতদের বিস্তারিত জেরা করা হবে।