প্রচারে এদিন সায়নীর পরনে ছিল পেস্তা সবুজ লখনউ চিকনের কুর্তি৷ গলায় জড়ানো সাদা উত্তরীয়৷ মাথার চুল একই রকম টপ নট করে বাঁধা৷ এদিন ইডি হাজিরার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে সায়নী বলেন, ‘‘নথি পাঠিয়ে দিয়েছি৷ বলেছি, যদি প্রয়োজন হয় ভিডিও কলে ভার্চুয়ালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ ১১ঘণ্টা ছিলাম ওখানে৷ তখনও সহযোগিতা করেছি৷ ১১ তারিখের পরে যত বার ডাকবে ততবার যাব৷ এখন যুবনেত্রী হিসাবে প্রচারের দায়িত্ব সামলাচ্ছি৷’’
advertisement
আরও পড়ুন: ‘ভোট লুট’ ঠেকাতে নেতাকর্মীদের ক্লাস নিলেন শুভেন্দু! ‘সব নজরে রাখছি, হিসেব হবে’
জানা গিয়েছে, এদিন আইনজীবী মারফত ইডি দফতরে প্রায় ৫০০ পাতার নথির পাঠিয়েছেন সায়নী৷
গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় টলি অভিনেত্রী তথা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়া ইস্তক সায়নী ঘোষের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷
গত শুক্রবার জিজ্ঞাসাবাদের সময় কুন্তলের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কে সায়নীকে প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর৷ যদিও উত্তরে সায়নী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে কুন্তলের তেমন কোনও পরিচয় ছিল না৷ কুন্তলের সঙ্গে সায়নী ব্যাঙ্কের লেনদেনেরও কোনও হদিস পায়নি ইডি৷ তবে সায়নীর সঙ্গে কুন্তলের নগদে কোনও লেনদেন হয়েছিল কি না, তা জানতে চান গোয়েন্দারা৷ এদিন সায়নীর কাছ থেকে বেশ কিছু নথি তলব করা হয়েছিল ইডির তরফে৷
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের নামই যাবে বদলে, মিলবে চার গুণ টাকা! প্রতিশ্রুতি ঘিরে চরম শোরগোল
শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না ইডির জিজ্ঞাসাবাদের আগের দুদিনও। আর একইভাবে সোমবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই ছিল না সায়নীর। বুধবার অবশ্য পূর্ব বর্ধমানে গলসিতে জমাটি প্রচার সারতে দেখা গেল তাঁকে৷