আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণাই হয়নি, এদিকে তমলুকের এক নেতা যা করে বসলেন, মুহূর্তে ঝড় উঠল দলেই!
তাঁদের হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ,সাধারণ সম্পাদক লোকেশ কর,গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক, সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
advertisement
উপরদিকে, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি সেক রমজান আলী সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বিজেপির ভূপতিনগরের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে পতাকা তুলে দেন ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু নেতা যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসক শিবির। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।