TRENDING:

WB Panchayat Election 2023: পঞ্চায়েতের ঘোষণার পরেই তৃণমূলের ছক্কা! যুযুধান বিরোধী শিবির থেকে দলে দলে শাসক-দলে যোগ, কী এমন হল?

Last Updated:

WB Panchayat Election 2023: রবিবার বেসরা কুড়চামট বুথের বিজেপির পঞ্চায়েত ও রাসবিহারী ঘোষের নেতৃত্বে ৪০০ ও সারিয়া ৪ নং থেকে ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বিজেপি ও সিপিএমের ঘরে ভাঙল ধরাল শাসকদল তৃণমূল। রবিবার গোপীবল্লভপুর ১নং ব্লকের ছাতিনাশোল এসি হাইস্কুলে তৃণমূলের ব্লক কমিটি ও অঞ্চল কমিটির বৈঠক শেষে আলমপুর ৬ নং অঞ্চলের কমল বেসরা কুড়চামট বুথের বিজেপির পঞ্চায়েত ও রাসবিহারী ঘোষের নেতৃত্বে ৪০০ ও সারিয়া ৪ নং থেকে ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
পঞ্চায়েত ভোটের আগে ভাঙন বিরোধী শিবিরে! দলে দলে যোগ ঘাসফুলে
পঞ্চায়েত ভোটের আগে ভাঙন বিরোধী শিবিরে! দলে দলে যোগ ঘাসফুলে
advertisement

আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণাই হয়নি, এদিকে তমলুকের এক নেতা যা করে বসলেন, মুহূর্তে ঝড় উঠল দলেই!

তাঁদের হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ,সাধারণ সম্পাদক লোকেশ কর,গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক, সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উপরদিকে, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি সেক রমজান আলী সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বিজেপির ভূপতিনগরের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে পতাকা তুলে দেন ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু নেতা যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসক শিবির। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: পঞ্চায়েতের ঘোষণার পরেই তৃণমূলের ছক্কা! যুযুধান বিরোধী শিবির থেকে দলে দলে শাসক-দলে যোগ, কী এমন হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল